1. redwan.iub@gmail.com : admin2021 :
  2. admin@parwana.net : Parwana Net : Parwana Net
  3. editor@parwana.net : Parwana Net : Parwana Net
Logo
প্রশ্ন: নামাযে কখন কোন দিকে তাকাতে হবে?
জবাব দিচ্ছেন: মাওলানা আবু নছর মোহাম্মদ কুতুবুজ্জামান তাফাদার
  • ১৫ নভেম্বর, ২০২২

জবাব: নামায একাগ্রতা, বিনয়ও নম্রতার সাথে আদায় করতে হয়। আর নামাযের একাগ্রতা রক্ষার্থে বিভিন্ন সময় ও অবস্থা অনুযায়ী দৃষ্টিকে কতিপয় নির্দিষ্ট বিষয়াবলীর দিকে নিবদ্ধ রাখতে হয়। ‘আল মুহীতুল বুরহানী’ কিতাবে এ সর্ম্পকে আছে,

ومنها: أن يكون نظره في قيامه إلى موضع سجوده وفي الركوع إلى أصابع رجليه وفي السجود إلى أرنبة أنفه، وفي القعود إلى حجره،

-নামাযে মনোযোগ ধরে রাখার পদক্ষেপের অন্যতম হচ্ছে দাঁড়ানো অবস্থায় সিজদার স্থানের দিকে, রুকু অবস্থায় পায়ের আঙুলের দিকে, সিজদা অবস্থায় নাকের ডগার দিকে এবং বসা অবস্থায় কোলের দিকে (রানের উপরে) তাকানো। (১ম খণ্ড, পৃষ্ঠা ৩৫২)
তাবয়ীনুল হাকাইক এর মধ্যে আছে,

وآدابها أي آداب الصلاة (نظره إلى موضع سجوده) أي في حالة القيام وفي حالة الركوع إلى ظهر قدميه وفي سجوده إلى أرنبته وفي قعوده إلى حجره وعند التسليمة الأولى إلى منكبه الأيمن وعند الثانية إلى منكبه الأيسر

-নামাযের অন্যতম শিষ্টাচার হচ্চে দাড়ানো অবস্থায় সিজদার স্থানের দিকে, রুকু অবস্থায় পায়ের পাতার উপরিভাগের দিকে, সিজদার অবস্থায় নাকের ডগার দিকে, বসা অবস্থায় কোলের দিকে (রানের উপর), প্রথম সালামের সময় ডান কাধের দিকে এবং দ্বিতীয় সালামের সময় বাম কাধেঁর দিকে তাকানো। (তাবয়ীনুল হাকাইক, ১ম খণ্ড, পৃষ্ঠা ১০৮)

প্রশ্নকারী: হাসিবুর রহমান
নবীগঞ্জ, হবগিঞ্জ

 

ফেইসবুকে আমরা...