1. redwan.iub@gmail.com : admin2021 :
  2. admin@parwana.net : Parwana Net : Parwana Net
  3. editor@parwana.net : Parwana Net : Parwana Net
Logo
নামাযে মধ্যখানে ছোট একটি সূরা বাদ পড়া মাকরূহ
জবাব দিচ্ছেন: মাওলানা আবূ নছর মোহাম্মদ কুতুবুজ্জামান তাফাদার
  • ৮ মে, ২০২১

নামাযে প্রথম রাকআতে সূরা ফীল পড়ে দ্বিতীয় রাকআতে সূরা মাউন পড়লে কি নামায মাকরূহ হবে? কোন ধরনের সূরা একটি পড়ে পরের রাকআতে মধ্যখানে একটি বাদ দিয়ে পড়লে মাকরূহ হবে?

 প্রশ্নকারী: মো. লালন আহমদ রাজু
নরসিংপুর, দোয়ারাবাজার, সুনামগঞ্জ

 

জবাব: পাশাপাশি দুই রাকআত নামায পড়ার ক্ষেত্রে মধ্যখানে ছোট একটি সূরা বাদ দিয়ে অন্য দুই সূরা পড়া মাকরূহ। এ সম্পর্কে আদ দুররুল মুখতার কিতাবে লিখেছেন, ‎ويكره الفصل بسورة قصيرة (রদ্দুল মুহতার, ১ম খণ্ড, পৃষ্ঠা ৫৪৬; আদ দুররুল মুখতার, ১ম খণ্ড, পৃষ্ঠা ৭৫)

সুতরাং প্রথম রাকআতে সূরা ফীল পড়ে দ্বিতীয় রাকআতে সূরা মাউন পড়লে মধ্যখানে সূরা কুরাইশ ছেড়ে দেওয়া হয়েছে। ইহা ছোট সূরা সমূহের অন্তর্ভুক্ত হওয়ায় নামায মাকরূহ হবে।

জবাবদাতা: প্রিন্সিপাল ও খতীব, আল ইসলাহ ইসলামিক সেন্টার
মিশিগান, যুক্তরাষ্ট্র

ফেইসবুকে আমরা...