1. redwan.iub@gmail.com : admin2021 :
  2. admin@parwana.net : Parwana Net : Parwana Net
  3. editor@parwana.net : Parwana Net : Parwana Net
Logo
 পুরুষের ক্ষেত্রে হলুদ ও লাল রংয়ের কাপড় পরিধান করার বিধান
জবাব দিচ্ছেন: মাওলানা আবূ নছর মোহাম্মদ কুতুবুজ্জামান তাফাদার
  • ৮ মে, ২০২১

পুরুষের ক্ষেত্রে হলুদ ও লাল রংয়ের কাপড় পরিধান করার বিধান কি?

প্রশ্নকারী: লিমান হোসাইন
জালালপুর, সিলেট

 

জবাব: পুরুষদের জন্য হলুদ ও লাল জামা পরার ব্যাপারে হাদীসে নিষেধাজ্ঞা এসেছে। উক্ত মাসআলায় উলামায়ে কিরামদের মাঝে মতবিরোধ রয়েছে। সর্বাধিক গ্রহণযোগ্য অভিমত অনুযায়ী গাঢ় এক রংয়ের লাল, কিংবা হলুদ রংয়ের কাপড় পরিধান মাকরূহে তানযিহী। (ইমদাদুল ফাতওয়া, ৪র্থ খণ্ড, পৃষ্ঠা ১৪৫)

সহীহ মুসলিমের এক বর্ণনায় এসেছে-

أخبره، قال: رأى رسول الله صلى الله عليه وسلم علي ثوبين معصفرين، فقال: إن هذه من ثياب الكفار فلا تلبسها-

-হযরত আবদুল্লাহ ইবনে আমর ইবনুল আস (রা.) থেকে বর্ণিত যে, তিনি বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে দুইটি হলুদ রংয়ের কাপড় পরা অবস্থায় দেখলেন এবং বললেন, এই রঙ কাফিরদের জন্য, এই রঙের কাপড় পরিধান করো না। (সহীহ মুসলিম, হাদীস নং ২০৭৭)

হযরত উমার (রা.) বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে লাল রঙের পোশাক পরতে নিষেধ করেছেন। (মুসনাদে আহমাদ, ইবনে মাজাহ, ৩৫৯১)

আদ দুররুল মুখতার গ্রন্থে লিখেছেন, وكره لبس المعصفر والمزعفر الاحمر والاصفر للرجال -পুরুষের জন্য হলুদ ও লাল রংয়ের কাপড় পরিধান করা মাকরূহ। (আদ দুররুল মুখতার, ১ম খণ্ড, ৬৫৪ পৃষ্ঠা)

রদ্দুল মুহতার গ্রন্থে লিখেছেন, তবে শুধু এক কালারের লাল না হয়ে যদি লালের মাঝে অন্য রঙের চেক থাকে তাহলে সেটা পরা জায়িয আছে। তবে অন্য রঙের চেক থাকলেও তাকওয়ার খাতিরে হলুদ ও লাল রঙ এড়িয়ে চলাই উত্তম।

জবাবদাতা: প্রিন্সিপাল ও খতীব, আল ইসলাহ ইসলামিক সেন্টার
মিশিগান, যুক্তরাষ্ট্র

ফেইসবুকে আমরা...