1. redwan.iub@gmail.com : admin2021 :
  2. admin@parwana.net : Parwana Net : Parwana Net
  3. editor@parwana.net : Parwana Net : Parwana Net
Logo
ফজরের নামাযের জামাত আরম্ভ হলে ফরয নামাযে দাঁড়াব নাকি আগে সুন্নাত পড়ব?
Reporter Name
  • ৫ সেপ্টেম্বর, ২০২১

প্রশ্ন: ফজরের নামাযের জামাত আরম্ভ হলে ফরয নামাযে দাঁড়াব নাকি আগে সুন্নাত পড়ব?

জাবির আহমদ ইয়াহইয়া
সিলেট

জবাব দিচ্ছেন-
মাওলানা আবূ নছর মোহাম্মদ কুতুবুজ্জামান তাফাদার
প্রিন্সিপাল ও খতীব, আল ইসলাহ ইসলামিক সেন্টার
মিশিগান, আমেরিকা।

জবাব: ফজরের সুন্নাত পড়ে যদি ইমামের সাথে এক রাকআত পাওয়ার সম্ভাবনা থাকে, তাহলে মসজিদের বারান্দায় কিংবা জামাতের কাতার থেকে যথাসম্ভব দূরে সরে সুন্নাত আদায় করে জামাআতে শরীক হবে।
এ সম্পর্কে বিদায়াতুল মুবতাদী কিতাবে লিখেছেন-
ومن انتهى إلى الإمام في صلاة الفجر وهو لم يصل ركعتي الفجر إن خشي أن تفوته ركعة ويدرك الأخرى يصلي ركعتي الفجر عند باب المسجد ثم يدخل وإن خشي فوتهما دخل مع الإمام
-কেউ ফজরের নামাজের সুন্নাত আদায় করেনি অথচ ইমামকে ফরয আদায়রত অবস্থায় পায় তাহলে যদি সুন্নাত পড়লে এক রাকাত ফরয ছুটে যাবে এবং একরাকাত পেয়ে যাবে এরূপ মনে করে, তাহলে মসজিদের দরজার নিকট ফজরের দুরাকাত সুন্নাত পড়ে নিবে, অতঃপর ইমামের সাথে ফরজে শামিল হবে। (বিদায়াতুল মুবতাদী: ১ম খ-, পৃষ্ঠা ২২; হিদায়াহ: ১ম খ-, পৃষ্ঠা ৭১)
কিন্তু এক রাকআত পাওয়ার তথা রুকুতে শরীক হওয়ার সম্ভাবনা না থাকলে সুন্নাত না পড়েই জামাআতে শরীক হবে। এরপর সূর্যোদয়ের পর নিষিদ্ধ সময় চলে গেলে এ সুন্নাত পড়ে নিবে।

ফেইসবুকে আমরা...