1. redwan.iub@gmail.com : admin2021 :
  2. admin@parwana.net : Parwana Net : Parwana Net
  3. editor@parwana.net : Parwana Net : Parwana Net
Logo
গাড়িতে নামায আদায়ের পদ্ধতি
জবাব দিচ্ছেন: মাওলানা আবূ নছর মোহাম্মদ কুতুবুজ্জামান তাফাদার
  • ৪ মে, ২০২১

গাড়িতে নামায আদায়ের পদ্ধতি কী?

প্রশ্নকারী:আব্দুল হাই মাসুম
মৌলভীবাজার টাউন কামিল মাদরাসা

 

জবাব: চলন্ত গাড়িতে নামায আদায়ে যেহেতু দাঁড়ানো ও সঠিকভাবে রুকু সিজদা আদায় করা সম্ভবপর হয় না। তাই নিকটবর্তী যাত্রা হলে এবং গন্তব্যে পৌঁছে নামায আদায় সম্ভব হলে বাস থেকে নেমে নিকটবর্তী মসজিদ বা সুবিধাজনক স্থানে নামায আদায় করা উচিত। আর দূরবর্তী যাত্রা হলে এবং বাস থামিয়ে নামায আদায় সম্ভব না হলে ওয়াক্ত চলে যাওয়ার আশংকার ক্ষেত্রে চলন্ত গাড়িতে যতটুকু সম্ভব মা’জুর মানুষের মতো বসে রুকু সিজদা ইশারায় হলেও আদায় করে ফরয বা ওয়াজিব নামায আদায় করা উচিত। এমতাবস্থায় কিবলাহমুখী হয়ে নামায আরম্ভ করার সুযোগ থাকলে সেটা করবে নতুবা যেদিকে আছে সেদিকেই পড়বে। তবে সতর্কতামূলক উক্ত নামায গন্তব্যে পৌঁছার পর পুনরায় পড়ে নেওয়া প্রয়োজন। (ফাতহুল কাদীর: ১ম খণ্ড, পৃষ্ঠা ২৭০, আদ দুররুল মুখতার: ১ম খণ্ড, পৃষ্ঠা ৭১৪)

 

জবাবদাতা: প্রিন্সিপাল ও খতীব, আল ইসলাহ ইসলামিক সেন্টার
মিশিগান, যুক্তরাষ্ট্র

ফেইসবুকে আমরা...