1. redwan.iub@gmail.com : admin2021 :
  2. admin@parwana.net : Parwana Net : Parwana Net
  3. editor@parwana.net : Parwana Net : Parwana Net
Logo
অমুসলমান কিংবা ফাসিক ব্যক্তিকে অন্তর দিয়ে মুহব্বত করা জায়িয নয়
জবাব দিচ্ছেন: মাওলানা আবূ নছর মোহাম্মদ কুতুবুজ্জামান তাফাদার
  • ৪ মে, ২০২১

কোনো বিধর্মী কিংবা মুসলমান ব্যক্তি হারাম কাজের দ্বারা জীবিকা নির্বাহ করে থাকলে তার অন্যান্য ভালো কাজের দরুণ তাকে অন্তর থেকে মুহব্বত করা যাবে কী? চাই সে জীবিত হোক কিংবা মৃত হোক।

 প্রশ্নকারী: আব্দুল্লাহ

জবাব: জীবিত কিংবা মৃত, মুসলমান কিংবা অমুসলমান যেকোনো ব্যক্তির কৃত ভালো কাজের স্বীকৃতি প্রদান বৈধ। তবে কোনো অমুসলমান কিংবা ফাসিক ব্যক্তিকে অন্তর দিয়ে মুহব্বত করা জায়িয নয়। এমনকি সে নিকটাত্মীয় হলেও, যেহেতু তার উপর আল্লাহ অসন্তুষ্ট।

(সূরা মুজাদালাহ, আয়াত-২২, সূরা মুমতাহিনা, আয়াত-১, সহীহ বুখারী, ১ম খণ্ড; পৃষ্ঠা-১০, সুনানে আবী দাউদ, হাদীস নং ৪৫৯৯, মুসনাদুল বাজ্জার, হাদীস নং ৪০৭৬, মুসনাদে আহমদ, হাদীস নং ২১৩০৩)

জবাবদাতা: প্রিন্সিপাল ও খতীব, আল ইসলাহ ইসলামিক সেন্টার
মিশিগান, যুক্তরাষ্ট্র

ফেইসবুকে আমরা...