1. redwan.iub@gmail.com : admin2021 :
  2. admin@parwana.net : Parwana Net : Parwana Net
  3. editor@parwana.net : Parwana Net : Parwana Net
Logo
সংগৃহীত কুরবানীর গোশত থেকে কি কিছু গোশত বিক্রয় করা যায়?
মাওলানা আবূ নছর মোহাম্মদ কুতুবুজ্জামান তাফাদার
  • ৪ সেপ্টেম্বর, ২০২১

প্রশ্ন: একজন দরিদ্র ব্যক্তি কয়েক বাড়ি থেকে কুরবানীর গোশত সংগ্রহ করে। উক্ত গোশত থেকে কি সে কিছু গোশত বিক্রয় করতে পারবে?

জবাব: সকল ইমামের ঐকমত্যে কুরবানী দাতা তার কুরবানীর পশুর গোশত বিক্রি করতে পারবেন না। তবে কুরবানীর গোশত কাউকে দান করা হলে এর গ্রহীতা সে গোশত বিক্রয় করতে পারবে কি না, এ সম্পর্কে ইমামগনের মধ্যে মতভেদ রয়েছে। ইমাম আবূ হানীফা (র.) এর অভিমত অনুযায়ী তার জন্যে বিক্রয় জায়িয রয়েছে। ইমাম আবূ ইউসুফ (র.) এর মতানুসারে জায়িয নয়। এ সম্পর্কে মাজমাউল আনহুর কিতাবে লিখেছেন-

أما البيع جائز لقيام الملك والقدرة على التسليم هذا قول الإمام وعن أبي يوسف بيع الأضحية أو جلدها أو لحمها باطل لأنه بمنزلة الوقف

-ইমাম আবূ হানীফা (র.) এর মতানুসারে কোনো বস্তুর উপর মালিকানা প্রতিষ্ঠিত হওয়া সহ ইহা হস্তান্তর করার সক্ষমতা থাকলে সে বস্তু বিক্রয় করা বৈধ। আর ইমাম আবূ ইউসুফ (র.) এর নিকট কুরবানীর জন্তু, এর চামড়া কিংবা এর গোশত বিক্রয় করা অগ্রাহ্য। কেননা তা ওয়াকফের স্থলাভিষিক্ত। (মাজমাউল আনহুর: ২য় খন্ড, পৃষ্ঠা ৫২২)

 

প্রশ্নকারী:

এমরান হোসেন
গোবিন্দপুর, জুড়ী, মৌলভীবাজার

ফেইসবুকে আমরা...