1. redwan.iub@gmail.com : admin2021 :
  2. admin@parwana.net : Parwana Net : Parwana Net
  3. editor@parwana.net : Parwana Net : Parwana Net
Logo
মসজিদের মাইকে সরকারি টিকা বা হারানো বিজ্ঞপ্তি জানানো বৈধ কিনা?
জবাব দিচ্ছেন: মাওলানা আবূ নছর মোহাম্মদ কুতুবুজ্জামান তাফাদার
  • ১৮ ফেব্রুয়ারী, ২০২১

মসজিদের মাইকে সরকারি টিকা বা হারানো বিজ্ঞপ্তি দেওয়া জায়িয আছে কি?

প্রশ্নকারী: সুয়েব আহমদ

শিক্ষক, আলহাজ্ব অছিয়ত আলী করিমুন্নেছা হাফিজিয়া দাখিল মাদরাসা, সিলেট

 

জবাব: মসজিদের মাইকে নামাযের আযান, ওয়ায নসীহত কিংবা মসজিদ সংশ্লিষ্ট দ্বীনী কার্যক্রম পরিচালনার জন্য নির্ধারিত। তাই এর বাইরে অন্য কোনো ঘোষণা মসজিদের আদব পরিপন্থী ও মসজিদের মাইকের অপব্যবহারের শামিল। কেননা মসজিদে বসে হারানো বিজ্ঞপ্তিসহ নিছক দুনিয়াবী কথা পবিত্র কুরআন-সুন্নাহর দলীল-প্রমাণে নিষিদ্ধ। তাই বর্ণিত সরকারি টিকা দানের ঘোষণা কিংবা হারানো মালের ঘোষণা মসজিদের মাইকে নাজায়িয।

পবিত্র কুরআন মাজীদে মহান আল্লাহ পাক ইরশাদ করেছেন,

وأن المساجد لله فلا تدعوا مع الله أحدا (الجن: ١٨(

-আর নিশ্চয় মসজিদসমূহ আল্লাহর (উপাসনার) জন্যেই নির্মিত। তাই তোমরা তার সাথে অন্য কাউকে ডাকবে না।” (সূরা জিন, আয়াত-১৮)

তাছাড়া সহীহ মুসলিমে বর্ণিত হাদীস শরীফে এসেছে-

عن ابى هريرة، يقول: قال رسول الله صلى الله عليه وسلم من سمع رجلا ينشد ضالة في المسجد فليقل لا ردها الله عليك فإن المساجد لم تبن لهذا

-হযরত আবূ হুরায়রা (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সা. ইরশাদ করেছেন, যে ব্যক্তি কাউকে মসজিদে হারানো বিজ্ঞপ্তি প্রচার করতে শুনবে সে যেন বলে, আল্লাহ তোমার হারানো মাল যেন ফিরিয়ে না দেন। কেননা মসজিদ এজন্যে নির্মিত হয়নি। (মুসলিম, বাবুন নাহয়ি আন নাশদিদ দ্বাল্লাতি ফিল মাসজিদ)

জবাবদাতা: প্রিন্সিপাল ও খতীব, আল ইসলাহ ইসলামিক সেন্টার 

মিশিগান, যুক্তরাষ্ট্র

ফেইসবুকে আমরা...