1. redwan.iub@gmail.com : admin2021 :
  2. admin@parwana.net : Parwana Net : Parwana Net
  3. editor@parwana.net : Parwana Net : Parwana Net
Logo
মদীনার পথ
মোস্তফা মনজুর
  • ৯ অক্টোবর, ২০২২

আমি সাহিত্যিক নই, কথাশিল্পীও নই। সেসব আসেও না। কিন্তু নিজের মনে কল্পনা করতে তো আর কাউকে কবি-লিখক হতে হয় না। আজকের লিখা মদীনাকে নিয়ে আমার কল্পনা। কবি নজরুল যেমন লিখেছিলেন, ‘আমি যদি আরব হতাম মদীনারই পথ।’
প্রায় ১৪৫০ বছর আগের দৃশ্যপট। মদীনা, মদীনাতুল মুনাওয়ারা, মাদীনাতুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাথার উপর জ্বলন্ত সূর্য। তপ্ত বালুতে হেঁটে চলেছেন আসহাবে কিরাম। কেউ হেঁটে চলেছেন মসজিদে নববী পানে, কেউ বাজারে আর কেউবা নিজ গৃহে। ঘর্মাক্ত দেহে, শ্রান্ত-ক্লান্ত-তৃষ্ণার্ত শরীরেও স্মিত একটুকরো হাসির আভাস যেন লেগে আছে সকলের মুখাবয়বে। আর ঠোঁটে লেগে আছে চির শান্তির সম্বোধন ‘আস সালাম’। হায়, সে সালাম, সে হাসিমুখ যদি আমার নসীবে থাকতো!!
এধারে মদীনার গলিতে শুনা যাচ্ছে শিশুদের কোলাহল, খেলার মাতামাতি। হাসান, হুসাইন, উমামা, আলী সবাই যেন নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের জন্য প্রতীক্ষমান। আনাস, আবু সাঈদ, আব্দুল্লাহ, ইবন উমর, মুআয, মুআওয়িয মদীনার ধুলায় খেলছেন। কোন প্রতিযোগিতা নেই, বিদ্বেষ নেই, নেই কোন বিজয়ী বা বিজিতের বৈষম্য। কী গভীর হৃদ্যতাপূর্ণ সে খেলা! হায়, আমিও যদি হতাম তাঁদের খেলার সাথি!!
ওইতো আযান ভেসে আসছে নববীর মিনার থেকে। হৃদয় চিরে যেন বেরিয়ে আসছে এক আহাদের সাক্ষ্য। কালো-দাস বিলালের সে আওয়াজ দুনিয়ার কোন আহবান কিংবা সঙ্গীতের চাইতে কম সুখকর নয়। বরং কেবল এই একটিবার এই আহবান শুনার বিনিময়ে সারা দুনিয়াও দিতে দ্বিতীয়বার ভাববে না কোন মুমিন। হায়, যদি একটিবার শুনতে পেতাম সে সুর !!
ঘোড়ার পদশব্দ আর অস্ত্রের ঝনঝনানি শুনা যাচ্ছে ওই প্রান্তরে। যেথায় সাহাবায়ে কিরাম চলেছেন দ্বীনের জন্য, আল্লাহর জন্য। পিছনে রয়ে গেছে তাঁদের ধন-সম্পদ, ঘর বাড়ি, প্রিয়তম, সন্তান-সন্ততি ও পরিবার-পরিজন। ন্যূনতম অসন্তোষ নেই চেহারায়, নেই সামান্যতম মনোকষ্ট। কী আশ্চর্য! যদি জানতে চাওয়া যেত কী তাঁদের লক্ষ্য!! কেউ বলেনি, কিন্তু আমি জানি, সকলেরই এক কামনা শাহাদাত। কেউ ফিরতে চান না তাঁদের ঘরে, তাঁদের প্রিয়জনদের নিকট। এই না হলো আল্লাহর প্রেম!! দুনিয়ার এই সামান্য আসবাব কীভাবে তাঁদের ধোঁকায় ফেলে? জিহাদের সুযোগ যেন তাঁদের মরা প্রাণে জীবনের আলো সঞ্চার করে। হায়, যদি হতে পারতাম তাঁদের সফরসঙ্গী !!
পল্লীর এক নিভৃত গৃহে জড়ো হয়েছেন উম্মুল মুমিনীনগণ। বেহেশতের নারী সর্দার ফাতিমাও উপস্থিত। কী তাঁদের আন্তরিকতা, ভালোবাসা আর পরহেজগারী। কোন গীবত নেই, নেই কোন দোষচর্চা, সতীনদের প্রতি নেই কোন বিদ্বেষ। সংসারের সব দায়িত্ব পালন করেও যেন তাঁরা এই দুনিয়ায় নেই। আখিরাতের চিন্তা আর আল্লাহর প্রেমই যেন সব। উদারতা আর আনুগত্যের এমন উপমা ছিলেন বলেই তো আজো তাঁরা আদর্শ। হায়, তাঁদের শিক্ষার কিছুটাও যদি পেতাম!!
প্রচন্ড ক্ষুধা নিয়ে নববী মসজিদে শুয়ে আছেন সুফফার মনীষীগণ। কোন অনুযোগ নেই, অভিযোগ নেই; আছে কেবল সবর-শোকর আর ইলমী আকর্ষণ। ঘর-বাড়ি, সংসার সবই যেন এই মসজিদ, মসজিদুন নবী। জীবনকে কেবল ইসলামের জন্য বিলিয়ে দেওয়ার এই কুরবাণী এখন তো রূপকথাকেও হার মানায়। হায়, যদি পেতাম তাঁদের সাহচর্য, তাঁদের সেই যুহদের সামান্যতম ছোঁয়া!!
আউস গোত্রে আজ খুশির ফোয়ারা। এককালের চিরশত্রু খাযরাজের লোকেরাও আজ এর অংশীদার। শত্রুতার কোন চিহ্নও নেই, নেই কোন মনোমালিন্য। সবাই যেন একই গোত্রের, একই বংশের। যেন শত্রুতা আর বিরোধ কোনকালেই ছিল না। মুহাজিরগণও এ উৎসবে শামিল। যেন সবাই একই মায়ের পেটের ভাই। কী আশ্চর্য, এমন ভালোবাসা কোথায় ছিল? কিছুদিন পূর্বেও যে নাম শুনলে গায়ে জ্বালা ধরত, আজ বরং সে নাম না শুনলেই অস্থিরতা শুরু হয়। এমন কেন হয়? হায়, যদি আমরাও পেতাম এমন ভালোবাসার রূপ!!
মুনাফিকদের বস্তিতে চিন্তার শেষ নেই। কিন্তু সেখানেও জ্বলজ্বল করে আব্দুল্লাহর ঈমান। যার ঈমান নিজ পিতাকেও লাঞ্ছিত করতে বাঁধে না। যে পিতা কিনা নবীজীকেই লাঞ্ছিত করতে চেয়েছিল। কাফির-মুনাফিকদের ভিতরে কীভাবে জ্বলে উঠল সে ঈমান? বুঝতে কষ্ট হয়। কিন্তু ঈমানের নূর এমনই। ধ্বংস¯স্তুপেও জ্বালাতে পারে আলোকোজ্জ্বল শিখা। হায়, আমার যদি সে ঈমান থাকতো !!!
এইতো বীর আলী দৃপ্ত পায়ে হেঁটে যাচ্ছেন, প্রচন্ড গরমেও রোযার ক্লান্তি তাঁর মুখাবয়বে আনন্দ হয়ে ঝরছে। উসমান ছড়িয়ে দিচ্ছেন তাঁর লজ্জাশীল উত্তম চরিত্রে মাধুর্য। উমর খোলা তরবারি নিয়ে ছুটছেন মুনকার আর যুলমের কাঁপন ধরাতে। ধীর-স্থির, সৌম্যশান্ত বৃদ্ধ আবু বকর নিশ্চিত পদে যাচ্ছেন নবীজির খিদমতে। হায়, সবকিছুর বিনিময়েও যদি একটি দিন কাটাতে পারতাম তাঁদের সাথে, তাঁদের খিদমতে! রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাঈন।
এত কিছুর পরও কী যেন আজ নেই মদীনায়, সব কিছুই যেন আঁধারে নিমজ্জমান, কার অপেক্ষায় যেন সব কিছুই স্থবির-প্রতীক্ষমান। কোথায় আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? ঐ তো এক শিশুবালক হাত ধরে তাঁকে টেনে নিয়ে যাচ্ছে, কোথায় কেউই সম্ভবত জানে না। ঐ তো গভীর মনযোগ দিয়ে তিনি শুনছেন এক বৃদ্ধার অভিযোগ। আর কে না জানে বৃদ্ধ-বৃদ্ধারা কথা একটু বেশিই বলেন। অথচ নবীজীর হাসিমুখ এতটুকু মলিন হয়নি। ওই তো, রোগীর সেবায় বিশ্বজাহানের রহমত স্বয়ং উপস্থিত। এরপর কি রোগ আর থাকতে পারে?
মুসাফিরের কষ্ট শুনছেন, অভাবীদের অভাব মেটাচ্ছেন, অভিযোগকারীদের মীমাংসা করছেন, আগত দূত-দলের খোঁজ খবর নিচ্ছেন, দাওয়াতের দল পাঠাচ্ছেন। এমন কত শত ব্যস্ততা। তারপরও দিনশেষে তাঁর হাসিমুখ সূর্য-চন্দ্র সব কিছুকেই যেন ম্লান করে দেয়। এই হাসিমুখের দিকে একবার নযর দিয়ে মদীনা যেন ফিরে পায় তার প্রাণ, আসহাবগণের হৃদয়ে থাকে না কোন ব্যথা। সবাই যেন প্রাপ্তির আনন্দে ঘুমাতে যান, সাথে থাকে পরবর্তী দিনে আবারো সেই মুখদর্শনের কামনা। কী সুন্দর সে রাত্রিযাপন, কী সুন্দর সে অপেক্ষা!!
আর আমার নবী? নিজের কোন ফিকির নেই। তিনি তো ব্যস্ত মহীয়ানের দরবারে সাড়া দিতে, আর উম্মতের চিন্তায়। নিজের খাওয়ার ব্যবস্থা নেই, বিলাসিতা তো দূরের কথা প্রয়োজন মেটানোর ব্যবস্থাই নেই। অথচ তিনিই সবচেয়ে বড় দাতা, কেউ তাঁর নিকট থেকে খালি হাতে ফিরে যায়নি কখনোও। দুয়ারে শত্রু দন্ডায়মান অথচ তিনিই সবচেয়ে বেশি নিশ্চিন্ত, কারণ তিনি জানেন মহান রব যে তাঁকে ছেড়ে যাননি। দুনিয়ার শত সম্পদ-চাকচিক্য তাঁর দিকে প্রবাহমান, অথচ তিনি আখিরাতের প্রেমে মাশগুল। দারিদ্রতা তাঁকে মহান করেনি, বরং তিনিই দারিদ্রতাকে মহান করেছেন।
সারা দুনিয়ায় ভোরে সূর্য ওঠে, আর মদীনার পথে বেরিয়ে আসেন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গোটা দুনিয়ার তুলনায় মদীনার ঔজ্জ্বল্যই যেন বেশি মনে হয়। রাসূলের দর্শনে-পদার্পণে রাস্তায়-রাস্তায়, গৃহে-গৃহে, বাজারে-মসজিদে বয়ে যায় আনন্দের লহরি। তাঁকে স্পর্শের আনন্দ, তাঁর কথা শুনার আনন্দ, তাঁকে একনজর দেখার আনন্দ, এমনকি তিনি মদীনায় আছেন এটা জানার আনন্দ।
এ আনন্দ ভাষায় প্রকাশ করা যায় না। সম্ভবও নয়। কোন কবি-সাহিত্যিকও পারেন না। কারণ এ আনন্দ যে পার্থিব নয়, এ হচ্ছে স্বর্গীয় আর অপার্থিব আনন্দ। হ্যাঁ, একটি মন কেবল এ আনন্দ বুঝতে পারে। সেটি মুমিনের অন্তর। যার হৃদয়ে নবীজীর ভালোবাসা দুনিয়ার সব কিছুর উপর। অন্য কেউ এর লক্ষ-কোটি ভাগের একভাগও অনুভব করতে পারে না। হায়! যদি এ অধম এক মুহুর্তের জন্যও মদীনার সে আনন্দ লাভ করত! যদি হতাম মদীনার পথের ধুলা, কিংবা গাছের পাতা, নতুবা কোন পশুর পশম, কিংবা নিকৃষ্ট কোন পোকা– যাকে ঘৃণা ভরে সকলেই পিষে চলে। তিনি আমার সাথে নাইবা কথা বললেন, নাইবা আমার দিকে তাকালেন; আমি যদি কেবল একটিবার তাঁকে দেখতে পেতাম। একবার, মাত্র একবার, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার বিনিময়ে আমার সকল রক্ত ফোঁটা ফোঁটা করে ঝরে গেলেও সামান্যতম দুঃখ থাকত না। বরং সেটাই হত আমার জান্নাতের আনন্দ।
হায়! কিংবা যদি স্বপ্নেও দেখতে পারতাম আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। জীবনে বেঁচে থাকা স্বার্থক হত। গাড়ি-বাড়ি, ক্ষমতা-মর্যাদা, ভালোবাসা কিছুই চাই না; চাওয়া কেবল একটিই– রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
মুমিন তো হাশরের মাঠে তাঁকে দেখতে পাবে; আর পাবে জান্নাতে। নিজের আমল আর ঈমানের কারণে সে সাহস হয় না। আশা একটাই, মানুষের হাশর তো তার ভালোবাসার সাথে। পাপের সমুদ্রে ডুবে থেকেও তাই এ আশা ছাড়তে পারিনা।
আয় রব!! সাহাবায়ে কিরাম তো সারাজীবন ধরে তাঁকে দেখার সৌভাগ্য লাভ করেছেন। জান্নাতেও তাঁরাই তাঁর পাশে থাকবেন। আমাকেও সে জান্নাতের কোণায় একটুখানি স্থান দিও। অন্তত তাঁকে যেন দেখতে পাই, এমনটুকু স্থান। দুনিয়ার আশা হয়ত সেখানেই মিটবে। মুমিন হৃদয় তো মহীয়ানের করুণা থেকে কখনোই নিরাশ হতে পারে না।

ফেইসবুকে আমরা...