1. redwan.iub@gmail.com : admin2021 :
  2. admin@parwana.net : Parwana Net : Parwana Net
  3. editor@parwana.net : Parwana Net : Parwana Net
Logo
রঙিন পাগড়ি পরার বিধান
জবাব দিচ্ছেন: মাওলানা আবূ নছর মোহাম্মদ কুতুবুজ্জামান তাফাদার
  • ৮ মে, ২০২১

পাগড়ি বাঁধা কি সুন্নাত? এর ফযীলত কী? সবুজ রংয়ের পাগড়ি বাঁধা কেউ কেউ বিদআত বলেছেন, এটা কি সঠিক? দলীলসহ জানতে চাই।

প্রশ্নকারী: মোয়াজ্জেম হোসেন চৌধুরী
কমলগঞ্জ, মৌলভীবাজার

জবাব: হ্যাঁ, পাগড়ি পরিধান করা সুন্নাত। এর সুন্নাত হওয়া বহু বিশুদ্ধ হাদীস দ্বারা প্রমাণিত। ইহা পরিধানে সুন্নাত আদায়ের সাওয়াব তো রয়েছে, তদুপরি পাগড়ি পরিহিত অবস্থায় নামায আদায়ে নামাযের সাওয়াব বৃদ্ধি পায়। পাগড়ি পরিধানের গুরুত্ব ও ফযীলত সম্পর্কে বহু হাদীস বর্ণিত হয়েছে।

হযরত জাবির (রা.) বলেন, মক্কা বিজয়ের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম (মক্কায়) প্রবেশ করলেন। তখন তাঁর মাথায় কালো পাগড়ি ছিল। (সহীহ মুসলিম, হাদীস নং ১৩৫৮)

হযরত আব্দুল্লাহ ইবনে উমর (রা.) ও হযরত উবাদাহ (রা.) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, “তোমাদের পাগড়ি পরিধান করা উচিত। কেননা ইহা ফিরিশতাগণের বিশেষ চিহ্নস্বরুপ। আর এর প্রান্ত পিঠের উপর ছেড়ে দাও” (আল মুজামুল কাবীর, হাদীস নং ১৩৪১৮; শুআবুল ঈমান, হাদীস নং ৫৮৫১)

আবদুল্লাহ ইবনে উমর (রা.) সম্পর্কে বর্ণিত আছে, তিনি মক্কা মুকাররামার উদ্দেশ্যে বের হলে সঙ্গে পাগড়ি নিতেন এবং তা পরিধান করতেন। (সহীহ মুসলিম, হাদীস নং ২৫৫২)

হযরত মুগীরা ইবনে শুবা (রা.) বলেন, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উযূ করলেন এবং মাথার অগ্রভাগ ও পাগড়ির উপর মাসেহ করলেন। (সহীহ মুসলিম, হাদীস নং ৮১)

পাগড়ি পরিধান সংক্রান্ত এ ধরনের আরো অনেক বর্ণনা হাদীসের বিভিন্ন কিতাবে বর্ণিত হয়েছে।

সাহাবা, তাবিঈগণও নামাযে এবং নামাযের বাইরে বিভিন্ন সময় ব্যাপকভাবে পাগড়ি ব্যবহার করতেন। (সহীহ বুখারী, ১/৫৬)

সবুজ রংয়ের পাগড়ি পরিধান সাহাবীগণের আমল থেকে সরাসরি প্রমাণিত। তাই ইহা বিদআত নয়। বরং সুন্নাতে সাহাবা। এ সম্পর্কে বিশিষ্ট তাবিঈ হযরত সুলাইমান ইবনে আবি আবদিল্লাহ (র.) বলেন, “আমি প্রথম যুগের মুহাজির সাহাবীগণকে কালো, সাদা, হলুদ, সবুজ বিভিন্ন রঙের পাগড়ি পরতে দেখেছি।” (মুসান্নাফে ইবনে আবী শাইবা, হাদীস নং ২৪৯৮৭)

জবাবদাতা: প্রিন্সিপাল ও খতীব, আল ইসলাহ ইসলামিক সেন্টার
মিশিগান, যুক্তরাষ্ট্র

ফেইসবুকে আমরা...