1. redwan.iub@gmail.com : admin2021 :
  2. admin@parwana.net : Parwana Net : Parwana Net
  3. editor@parwana.net : Parwana Net : Parwana Net
Logo
ইংল্যান্ডে দারুল কিরাত : কুরআনের আলোয় উদ্ভাসিত একঝাঁক নবীনের দল
খায়রুল হুদা খান
  • ১১ সেপ্টেম্বর, ২০২২

উপমহাদেশের প্রখ্যাত ওলী শামসুল উলামা হযরত আল্লামা আবদুল লতিফ চৌধুরী ফুলতলী ছাহেব (র.) প্রতিষ্ঠিত কুরআন তিলাওয়াত শিক্ষাদানের আন্তর্জাতিকখ্যাত শিক্ষাবোর্ড ‘দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট’ বাংলাদেশের সীমানা পেরিয়ে আজ ইংল্যান্ডের শহর বন্দরে ছড়িয়ে দিচ্ছে ইলমে কিরাতের ঐশী আলো। হযরত ফুলতলী ছাহেব (র.) স্বীয় কিরাতের উস্তায, মক্কা শরীফের প্রখ্যাত ফকীহ ও কারী শাইখ আহমদ হিজাযী মক্কী (র.) এর নির্দেশনায় এবং পরবর্তীতে দরবারে রিসালাত থেকে প্রাপ্ত অলৌকিক ইশারায় ১৯৪৬ সালে ইলমে কিরাতের শিক্ষাদান আরম্ভ করলেও বিশেষ এ কোর্সের প্রাতিষ্ঠানিক যাত্রা শুরু হয় ১৯৫০ সাল থেকে। নিজবাড়ি ফুলতলী থেকে শুরু হয়ে কুরআনে কারীমের ঐতিহাসিক এ খিদমত ধীরে ধীরে  বিস্তৃতি লাভ   করে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে, তাঁরই কাছে অধ্যয়নকারী এবং সনদ অর্জনকারী যোগ্য কারী ছাহেবগণের তত্ত্বাবধানে।
ইংল্যান্ডে বসবাসরত বাংলাদেশিদের আহবানে হিদায়াতের আলো ছড়িয়ে দিতে ১৯৭৮ সালে সর্বপ্রথম ইংল্যান্ডে দাওয়াতী সফর করেন দ্বীনের এ মহান খাদিম। কুরআন তিলাওয়াত শিক্ষাদানের এই মহান খিদমাতের দায়িত্ব আনজাম দিতে ইংল্যান্ডের রাজধানী লন্ডনে সে বছরই প্রতিষ্ঠা করেন “মাদরাসা-ই-দারুল কিরাত মজিদিয়া”। পরবর্তী সকল সফরেই মসজিদ, মাদরাসা প্রতিষ্ঠার পাশাপাশি তিনি গুরুত্ব দিয়েছেন কুরআনে কারীম শিক্ষা দানের অনন্য প্রতিষ্ঠান তাঁরই প্রতিষ্ঠিত দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্টের মাধ্যমে কিরাত কোর্স আয়োজনের।
প্রতি বছরের ন্যায় এবছরও দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট এর পৃষ্ঠপোষকতায় এবং লাতিফিয়া কারী সোসাইটি ইউকে এন্ড আয়ারল্যান্ডের তত্ত্বাবধানে ইংল্যান্ডে সফলভাবে সম্পন্ন হয়েছে ‘দারুল কিরাত ২০২২’। স্কুল, কলেজ ও মাদরাসায় পড়ুয়া শিক্ষার্থীদের বছরের সবচেয়ে দীর্ঘ ছুটি গ্রীস্মকালীন ছুটির সুযোগকে কাজে লাগিয়ে প্রতি বছর মাসব্যাপী এই কোর্সের আয়োজন করা হয় ইংল্যান্ডের বিভিন্ন শহরে। বৈশ্বিক মহামারী কোভিড-১৯ এর কারণে কুরআন শিক্ষা এ আয়োজন সাময়িকভাবে ব্যাহত হলেও এ বছর কোন প্রতিবন্ধকতা ছাড়াই সফলভাবে সম্পন্ন হয়েছে দারুল কিরাত কোর্স।
শাইখ আহমদ হিজাযী (র.) এর আরবী ভাষায় লিখিত তাজবীদের কিতাব এবং অন্যান্য তাজবীদের নিয়মাবলী সম্বলিত আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (র.) রচিত ‘আল কাউলুছ ছাদীদ’ এবং হযরত আল্লামা ইমাদ উদ্দীন চৌধুরী ফুলতলী রচিত ‘প্রাথমিক তাজবীদ শিক্ষা’ কিতাব দু’টি বোর্ড অনুমোদিত ইলমে তাজবীদের পাঠ্য হিসেবে দারুল কিরাতে পড়ানো হয়। ইংল্যান্ডের শিক্ষার্থীদের প্রয়োজন পূরণার্থে কিতাব দু‘টিকে ইংরেজি ভাষায় প্রস্তুত করা হয়েছে। দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্টের অধীনে মোট ৬টি ক্লাসের মাধ্যমে সমস্ত কুরআন শরীফ সহীহ শুদ্ধভাবে তিলাওয়াতের পদ্ধতি শিক্ষা দেওয়ার ব্যবস্থা করা হয় ৬ বছরের এই বিশেষ কোর্সে।
উল্লেখ্য, বাংলাদেশে প্রতিবছর রামাদান মাসে দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্টের অধীনে প্রায় দুই হাজার ছয়শত শাখা কেন্দ্রের মাধ্যমে পাঁচ লক্ষাধিক শিক্ষার্থীকে কুরআন শিক্ষা দেওয়া হয়। তাছাড়া ভারত, ইউরোপ, আমেরিকা, আফ্রিকাসহ বিভিন্ন দেশে কয়েক শত শাখাকেন্দ্র প্রতিষ্ঠিত হয়েছে, যেগুলোতে বাংলাদেশি বংশোদ্ভুত      ছাড়াও বিভিন্ন জাতি ও ভাষার মুসলিম শিক্ষার্থীগণ বিশুদ্ধ কুরআন তিলাওয়াত শিক্ষা গ্রহণ করে সনদপ্রাপ্ত হয়ে ইলমে কিরাতের দ্বীপ্তি ছড়িয়ে দিচ্ছেন বিশ্বব্যাপী। এরই ধারাবাহিতকতায় দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট এর পৃষ্ঠপোষকতায় এবং লাতিফিয়া কারী সোসাইটি ইউকের তত্ত্বাবধানে ইংল্যান্ডের রাজধানী লন্ডনসহ ইউকের বিভিন্ন শহরে ৭৪টি শাখাকেন্দ্র নিবন্ধিত আছে। এ বছর ৫০টি শাখার মাধ্যমে প্রায় তিন শতাধিক শিক্ষকের আন্তরিকতা ও পরিশ্রমে ছয় হাজারেরও অধিক শিক্ষার্থী কুরআন শিক্ষা গ্রহণ করেছে।
ইংল্যান্ডের প্রধান কেন্দ্র দারুল হাদীস লাতিফিয়া লন্ডন ছাড়াও ওল্ডহ্যামে অবস্থিত দারুল হাদীস লাতিফিয়া নর্থওয়েস্ট, শাহজালাল মসজিদ ম্যানচেস্টার, দারুল কিরাত নর্থাম্পটন, জালালাবাদ জামে মসজিদ লুটন, আনওয়ারুল ইসলাম লতিফিয়া মাদরাসা লুটন, বাইতুল আমান মসজিদ ব্রাডফোর্ড, হ্যান্ডসওয়ার্থ জামে মসজিদ বার্মিংহ্যাম, শাহজালাল জামে মসজিদ কিথলী, শাহজালাল ইসলামিক সেন্টার ইপসউইচ এবং স্কানথর্প জামিয়া মসজিদ এবং মাদরাসা শাখায় সর্বোচ্চ ক্লাস ছাদিছ জামাত পর্যন্ত শিক্ষাদানের অনুমোদন দেওয়া হয়। এ বছর এ সকল শাখা থেকে মোট ১২৭ জন শিক্ষার্থী চূড়ান্ত পরীক্ষায় অংশ গ্রহণ করে ১০০ জন উত্তীর্ণ হয়ে কিরাতের উপর সর্বোচ্চ ডিগ্রী অর্জনে সক্ষম হন। ছাদিছ জামাতে পাশের হার ছিল ৭৮.৭৪%। অপরদিকে ৫ম ক্লাস বা খামিছ জামাআতের চূড়ান্ত পরীক্ষায় অংশ গ্রহণ করে ১৩২ জন শিক্ষার্থী, যাদের মধ্যে ১০৭ জন উত্তীর্ণ হয়েছেন। খামিছ জামাআতে পাশের হার ছিল ৮১.০৬%। এ সকল শিক্ষার্থীদের মধ্যে সিংহভাগ বাংলাদেশি বংশোদ্ভুত হলেও উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থী রয়েছেন যারা এশিয়ার অন্যান্য দেশ, আফ্রিকা কিংবা মধ্যপ্রাচ্যীয় পরিবার থেকে এসেছেন। তাছাড়া সকল শ্রেণিতে ছাত্রদের পাশাপাশি ছাত্রীদের অংশগ্রহণও ছিল লক্ষণীয়।
দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট এর মাধ্যমে ইংল্যান্ডের মতো অমুসলিম প্রধান দেশে কুরআনে কারীমের বাণী পৌঁছে যাচ্ছে মুসলমানদের ঘরে ঘরে। প্রতিনিয়ত শত শত মসজিদ-মাদরাসার ইমাম-মুআযযিন, উস্তাদ-মুহাদ্দিসীন মিম্বার-মিহরাব-খানকাগুলোকে বিশুদ্ধ কুরআনের তিলাওয়াতে মোহিত করে তুলছেন হযরত আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ প্রতিষ্ঠিত দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্টের এই খিদমাতের মাধ্যমে। তাছাড়া ক্রমবর্ধমান মুসলিম জনসংখ্যার নতুন প্রজন্মকে মসজিদে মক্তব শিক্ষাদান এবং মাদরাসায় কিরাত শিক্ষাদানের পাশাপাশি প্রাইভেট টিউশনির মাধ্যমে সহীহ কুরআন তিলাওয়াত শিক্ষাদানে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন দারুল কিরাত থেকে ডিগ্রি অর্জনকারী বৃটিশ কারী ছাহেবগণ। অদূর ভবিষ্যতে দারুল কিরাতের মাধ্যমে কুরআনে কারীম শিক্ষাদানের এ মহান খিদমাত আরো প্রসারিত হবে ইংল্যান্ডের প্রতিটি শহর এবং মসজিদে, কুরআনে কারীমের আলোকবর্তিকা ছড়াবে প্রজন্ম থেকে প্রজন্মাত্তরে।

ফেইসবুকে আমরা...