1. redwan.iub@gmail.com : admin2021 :
  2. admin@parwana.net : Parwana Net : Parwana Net
  3. editor@parwana.net : Parwana Net : Parwana Net
Logo
সোশ্যাল মিডিয়ায় দুআ প্রসঙ্গে
জবাব দিচ্ছেন: মাওলানা আবূ নছর মোহাম্মদ কুতুবুজ্জামান তাফাদার
  • ৮ মে, ২০২১

সোশ্যাল মিডিয়াগুলোতে অনেকে দুআ করাকে বিদআত বলে থাকেন। বিশেষ করে নামাযের শেষে সম্মিলিত মুনাজাত করা। আবার কেউ কেউ নামাযের নিয়তের উচ্চারণকে বিদআত বলতে শুনেছি। এ সম্পর্কে শরীআতের আলোকে সঠিক সিদ্ধান্ত জানালে উপকৃত হব।

প্রশ্নকারী: মোয়াজ্জেম হোসেন চৌধুরী
কমলগঞ্জ, মৌলভীবাজার

জবাব: নামাযের পর দুআ কিংবা সম্মিলিত মুনাজাত সম্পর্কে পরওয়ানার এ সংখ্যার অন্য প্রশ্নের জবাবে সবিস্তারে জবাব পেয়ে যাবেন।

নামাযের নিয়ত মুখে উচ্চারণ সম্পর্কে ফুকাহায়ে কিরামের মধ্যে মতবিরোধ রয়েছে। কেউ একে সুন্নাত বলেছেন, কেউ মুস্তাহাব বলেছেন। আবার কেউ ইহাকে বিদআত বলেছেন। তবে এসম্পর্কে সর্বাধিক নির্ভরযোগ্য অভিমত হচ্ছে, ইহা বিদআতে হাসানাহ বা উত্তম। (হাশিয়াতুত তাহতাভী আলা মারাকিল ফালাহ, ১ম খণ্ড, পৃষ্ঠা ২২০, ২২১)

এ সম্পর্কে ফাতাওয়া হিন্দিয়া গ্রন্থে চমৎকার রায় প্রদান করে লিখেছেন, অন্তরের নিয়ত সম্পাদনে মৌখিক উচ্চারণ প্রয়োজন নেই। তবে অন্তরের সংকল্পের প্রতি নামাযী ব্যক্তির মনোযোগ সৃষ্টির জন্যে মৌখিক বাক্য সংযোজন হলে ইহা উত্তম।

ولا عبرة للذكر باللسان فإن فعله لتجتمع عزيمة قلبه فهو حسن كذا في الكافي.

(আল ফাতাওয়া আল হিন্দিয়্যাহ, ১ম খণ্ড, পৃষ্ঠা ৬৫)

উল্লেখ্য যে, নামাযের নিয়তের উচ্চারণ মনে মনে তথা নিঃশব্দে হওয়াই বাঞ্চনীয়। (মারাকিল ফালাহ, ১ম খণ্ড, পৃষ্ঠা ৮৪)

জবাবদাতা: প্রিন্সিপাল ও খতীব, আল ইসলাহ ইসলামিক সেন্টার
মিশিগান, যুক্তরাষ্ট্র

ফেইসবুকে আমরা...