1. redwan.iub@gmail.com : admin2021 :
  2. admin@parwana.net : Parwana Net : Parwana Net
  3. editor@parwana.net : Parwana Net : Parwana Net
Logo
শরীআতের দৃষ্টিতে জন্মদিন পালন
জবাব দিচ্ছেন: মাওলানা আবূ নছর মোহাম্মদ কুতুবুজ্জামান তাফাদার
  • ৮ মে, ২০২১

শরীআতের দৃষ্টিতে জন্মদিন পালন করা কিংবা কাউকে জন্মদিনে শুভেচ্ছা জানানো  কি জায়িয?

প্রশ্নকারী: আব্দুল লতিফ 
গোবিন্দগঞ্জ, ছাতক, সুনামগঞ্জ

জবাব: জন্মদিন বিশেষ রীতি-নীতির সহিত পালন করা মূলত বিজাতীয় সংস্কৃতির আওতাভুক্ত। এর চর্চা থেকে যথাসম্ভব বেঁচে থাকা পরহেজগারিতার লক্ষণ। কোন নিয়মের বাধ্যবাধকতা ব্যতীত এ মর্মে জন্মদিনকে স্মরণে রাখা যে, মহান আল্লাহর মেহেরবানীতে এ দিনে জন্ম গ্রহণ করার মাধ্যমে আল্লাহর অজস্র নিআমত পেয়ে ধন্য হয়েছি এবং সে জন্য আল্লাহর শোকরগোজার হওয়া শরীআত বিরুদ্ধ নয়, বরং মুবাহ বা বৈধ পর্যায়ের যতক্ষণ না এতে বিজাতীয় রীতি অনুসরণের সংযুক্তি পাওয়া যাবে। প্রচলিত পদ্বতির জন্মদিন পালন সর্বাবস্থায় এড়িয়ে চলাই নিরাপদ। আর এ উপলক্ষ্যে শুভেচ্ছা জানানো হারাম না হলেও শরীআতের দৃষ্টিতে কোনো প্রশংসনীয় বিষয় নয়।

জবাবদাতা: প্রিন্সিপাল ও খতীব, আল ইসলাহ ইসলামিক সেন্টার
মিশিগান, যুক্তরাষ্ট্র

ফেইসবুকে আমরা...