1. redwan.iub@gmail.com : admin2021 :
  2. admin@parwana.net : Parwana Net : Parwana Net
  3. editor@parwana.net : Parwana Net : Parwana Net
Logo
বিবাহ উপলক্ষ্যে পুরুষের (বরের) হাতে মেহেদি ব্যবহার শরীআতসম্মত কি না?
জবাব দিচ্ছেন- মাওলানা আবূ নছর মোহাম্মদ কুতুবুজ্জামান তাফাদার
  • ৫ সেপ্টেম্বর, ২০২১

জবাব: পুরুষের জন্যে সৌন্দর্য তথা রং প্রকাশার্থে হাতে মেহেদি ব্যবহার সর্বাবস্থায় নাজায়িয, চাই সেটা বিবাহ উপলক্ষ্যে হোক কিংবা অন্য যেকোনো কারণে হোক।
অবশ্য মাথার চুল কিংবা দাড়ি সাদা হলে খিজাব হিসেবে চুল ও দাড়িতে পুরুষের জন্যে মেহেদি ব্যবহার বৈধ। উল্লেখ্য যে, চিকিৎসার উদ্দেশ্যে পুরুষের জন্য যেকোনো অঙ্গে মেহেদি ব্যবহার জায়িয।
এ সম্পর্কে ফাতাওয়া আলমগীরী কিতাবে লিখেছেন-

ولا ينبغي أن يخضب يدي الصبي الذكر ورجله إلا عند الحاجة ويجوز ذلك للنساء كذا في الينابيع.

-বিশেষ কোনো প্রয়োজন ব্যতীত কোনো বালকের হাতে ও পায়ে রং ব্যবহার করা যাবে না। তবে নারীদের ক্ষেত্রে তা জায়িয। (আল ফাতাওয়াল হিন্দিয়্যাহ: ৫ম খ-, পৃষ্ঠা ৩৫৯)
উক্ত কিতাবে আরো লিখেছেন-

‎اتفق المشايخ رحمهم الله تعالى أن الخضاب في حق الرجال بالحمرة سنة وأنه من سيماء المسلمين وعلاماتهم

-মনীষীগণ এ বিষয়ে একমত যে, পুরুষের জন্যে (চুল ও দাড়িতে) লাল রংয়ের খিজাব ব্যবহার সুন্নাত এবং অবশ্যই মুসলমানদের বিশেষ প্রতীক ও নিদর্শনের অন্তর্ভুক্ত। (আল ফাতাওয়াল হিন্দিয়্যাহ: ৫ম খ-, পৃষ্ঠা ৩৫৯)

প্রশ্নকারী:

শরিফুল ইসলাম
আটগ্রাম, জকিগঞ্জ

ফেইসবুকে আমরা...