1. redwan.iub@gmail.com : admin2021 :
  2. admin@parwana.net : Parwana Net : Parwana Net
  3. editor@parwana.net : Parwana Net : Parwana Net
Logo
একটি গরু দ্বারা কয়জন ছেলে-মেয়ের আকীকা করা সম্ভব?
মাওলানা আবূ নছর মোহাম্মদ কুতুবুজ্জামান তাফাদার
  • ৪ সেপ্টেম্বর, ২০২১

জবাব: আকীকার ক্ষেত্রে প্রত্যেক ছেলের জন্য ২টা বকরী এবং প্রত্যেক মেয়ের জন্য ১টি বকরী যবেহ করতে হয়।
এ সম্পর্কে মুসনাদে আহমদে বর্ণিত হাদীস শরীফে এসেছে, রাসূলুল্লাহ (সা.) ইরশাদ করেছেন,

من أحب منكم أن ينسك عن ولده فليفعل، عن الغلام شاتان مكافأتان، وعن الجارية شاة

-তোমাদের কেউ তার সন্তানের পক্ষ থেকে (আকীকা) যবেহ করলে ছেলে সন্তানের জন্যে দুটি ছাগল ও মেয়ে সন্তানের জন্যে একটি ছাগল যবেহ করবে। (মুসনাদে আহমদ, হাদীস নং ৬৭১৩)
আর গরু কিংবা উট দিয়ে আকীকা করলে একজন ছেলে বা একজন মেয়ের আকীকা একটি গরু বা উট দিয়ে করা যায়। আর চাইলে উপরোল্লেখিত নিয়মে প্রত্যেক ছেলের জন্য উট বা গরুর সাত অংশের দুই অংশ এবং প্রত্যেক মেয়ের জন্য সাত অংশের এক অংশ হিসাবে ধরে নিয়ে সে হিসেবেও করা যায়। এতে তিন ছেলের ও এক মেয়ের কিংবা ২ ছেলের ও ৩ মেয়ের কিংবা ১ ছেলের ও ৫ মেয়ের আকীকা দেওয়া যাবে।
এ সম্পর্কে আল ফাতাওয়াল হিন্দিয়্যাহ কিতাবে আছে-

يجب أن يعلم أن الشاة لا تجزئ إلا عن واحد، وإن كانت عظيمة، والبقر والبعير يجزي عن سبعة إذا كانوا يريدون به وجه الله تعالى، والتقدير بالسبع يمنع الزيادة، ولا يمنع النقصان، كذا في الخلاصة.

-ছাগল বড় হলেও কেবল একজনের পক্ষ থেকে আদায় করা যায়। আর গরু ও উট সর্বোচ্চ সাত জনের পক্ষ থেকে আদায় করা যায়, যদি আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে সকলে তা আদায় করেন। কোনো অবস্থায় সাত জনের চেয়ে অধিক লোক শরীক হওয়া যাবে না। তবে সাত জনের চেয়ে কম সংখ্যক লোক শরিক হতে বাধা নেই। (৫ম খ-, পৃষ্ঠা ৩০৪)
উল্লেখ্য, সামর্থ্য না থাকলে একটি ছাগল দিয়ে বা একটি গরুর এক অংশ দিয়ে ছেলে সন্তানের আকীকা করা হলে তাতে আকীকা হয়ে যাবে।

 

প্রশ্নকারী:

সাইফুল ইসলাম
লামারগ্রাম, জকিগঞ্জ, সিলেট

ফেইসবুকে আমরা...