1. redwan.iub@gmail.com : admin2021 :
  2. admin@parwana.net : Parwana Net : Parwana Net
  3. editor@parwana.net : Parwana Net : Parwana Net
Logo
প্রশ্ন: ফ্রিল্যান্সিং কী? এটি হালাল নাকি হারাম? বিস্তারিত জানতে চাই।
জবাব দিচ্ছেন: মাওলানা আবূ নছর মোহাম্মদ কুতুবুজ্জামান তাফাদার
  • ২০ মে, ২০২৩

জবাব: ইন্টারনেটের মাধ্যমে দেশ-বিদেশের বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানের চাহিদা পূরণে সে অনুযায়ী কাজ করার নাম হচ্ছে, ফ্রিল্যান্সিং। আর যেহেতু ইন্টারনেট একটা বিশাল জগৎ। এর মাধ্যমে নানাবিদ কাজ করা হয়ে থাকে। কাজগুলো বিভিন্ন প্রকার প্রকৃতির হতে পারে। সুতরাং শরীআতের আলোকে ফ্রিল্যান্সিং হালাল না কি হারাম এর জবাব নির্ভর করবে ঐ কাজের উপর যা উপার্জন ব্যবস্হা হিসেবে হাতে নেয়া হয়েছে। কাজটি হালাল হলে এর পারিশ্রমিক হালাল হবে, আর কাজটি হারাম হলে এর পারিশ্রমিক হারাম হবে।

মোটকথা, ফ্রিল্যান্সিং হালাল হিসেবে বিবেচিত হতে কতিপয় নীতিমালা প্রযোজ্য। যথা-

১. ইসলামি দৃষ্টিকোণ থেকে কাজটি হালাল হওয়া (হারাম না হওয়া)। ২. দেশের প্রচলিত আইন পরিপন্থী না হওয়া। ৩. মানুষ, সমাজ ও দেশের জন্য ক্ষতিকারক না হওয়া। ৪. কারো অধিকার খর্ব না করা। ৫. আর্থিক লেনদেনের প্রক্রিয়ায় হারাম কোন বিষয় যুক্ত না হওয়া- যেমন: সুদ, ঘুষ বা দুর্নীতি। ৬. অন্যান্য হারাম বা নিষিদ্ধ বিষয় এতে যুক্ত না হওয়া। যেমন: ধোকা, প্রতিশ্রুতি ভঙ্গ, মিথ্যা তথ্য পরিবেশন ইত্যাদি।

সর্বোপরি, ইহা একটি আধুনিক উপার্জন ব্যবস্হা। তাই হালাল উপার্জনের সকল শর্তাবলী ইহা হালাল হওয়ার জন্য প্রযোজ্য।

উদাহরণস্বরূপ গ্রাফিক্স ডিজাইন এবং ওয়েব ডিজাইনের বিষয় বিবেচনায় নেয়া যেতে পারে। ক্ষেত্র বিশেষে এ ধরনের কাজ হালাল, আবার ক্ষেত্র বিশেষে হারাম। কেউ যদি গ্রাফিক্স ডিজাইন করতে গিয়ে ইসলামিক কোন পোস্টার ডিজাইন করে, বা ওয়েব ডিজাইন করতে গিয়ে কোন জ্ঞানমূলক সাইট তৈরি করে, তবে এটা অবশ্যই হালাল। কিন্তু সেটা কোন মদ বিক্রয়ের বিজ্ঞাপন বিষয়ক পোস্টার কিংবা নাস্তিকতা প্রচারের কোন ওয়েবসাইট হয়, তখন তা হারাম।

মহান আল্লাহ তাআলা ইরশাদ করেছেন,

يَا أَيُّهَا النَّاسُ كُلُوْا مِمَّا فِي الْأَرْضِ حَلَالًا طَيِّبًا وَلَا تَتَّبِعُوْا خُطُوَاتِ الشَّيْطَانِ إِنَّهُ لَكُمْ عَدُوٌّ مُبِيْن

-হে মানবজাতি! তোমরা পৃথিবী থেকে হালাল ও পবিত্র বস্তু ভক্ষণ কর এবং শয়তানের পদাংক অনুসরণ করো না। নিশ্চয়ই সে তোমাদের প্রকাশ্য শত্রু। (সূরা বাকারা, আয়াত-১৬৮)

হালাল রিযক ভক্ষণ ছাড়া আল্লাহ ইবাদত কবূল করেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,

لَا يَدْخُلُ الْجَنَّةَ لَحْمٌ نبَتَ مِنَ السُّحْتِ وَكُلُّ لَحْمٍ نَبَتَ مِنَ السُّحْتِ كَانَتِ النَّارُ أَوْلَى بِهِ.

-যে দেহের গোশত হারাম মালে গঠিত, তা জান্নাতে প্রবেশ করতে পারবে না। হারাম মালে গঠিত দেহের জন্য জাহান্নামই সমীচীন। (মিশকাত, হাদীস-২৭৭২)

তিনি আরো বলেন,

لَا يَدْخُلُ الْجَنَّةَ جَسَدٌ غُذِّيَ بالحرَامِ.

-হারাম দ্বারা পরিপুষ্ট দেহ জান্নাতে প্রবেশ করবে না। (মিশকাত, হাদীস-২৭৮৭)

সর্বোপরি, ফ্রিল্যান্সিং ব্যবসা হওয়ার দৃষ্টিকোণ থেকে হালাল। কারণ এটি একটি ব্যবসা। মহান আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন এবং সুদকে হারাম করেছেন। শরীআতে ব্যবসার বৈধ প্রক্রিয়া অনুসরনে হলে এর দ্বারা অর্থ উপার্জন হালাল। কিন্তু শরীআতে নিষিদ্ধ প্রক্রিয়া অনুসরণে উপার্জন করলে সেটা হারাম বলেই সাব্যস্ত হবে।

 

প্রশ্নকারী: আকবর আহমদ

দাউদপুর, দক্ষিণ সুরমা, সিলেট

ফেইসবুকে আমরা...