1. redwan.iub@gmail.com : admin2021 :
  2. admin@parwana.net : Parwana Net : Parwana Net
  3. editor@parwana.net : Parwana Net : Parwana Net
Logo
শেষ পরিণাম
মুহাম্মাদ উসমান গণি
  • ১১ জানুয়ারী, ২০২৩

এক ছিল কৃপণ ধনাঢ্য ব্যক্তি। ভোগ-বিলাসে আর আরাম আয়েশে ভরপুর ছিল তার জীবন। দাস-দাসী আর লোক লস্করে ছিল তার চারপাশ পরিপূর্ণ। মৃত্যুর কথা একেবারেই বেমালুম ভুলে গিয়েছিল সে। যার কারণে তার জীবন ছিল স্বেচ্ছাচারী ধরনের।
হঠাৎ একদিন ফকীরের বেশে আজরাইলের আগমন। করাঘাত করেন তার প্রাসাদে। তার লোক লস্কররা ফকীর মনে করে তাড়িয়ে দেয় এবং উপহাস করে বলে যাও, যাও তোমার মতো ফকীরকে ভিক্ষা দিতে আমাদের মুনিব শিগগিরই আসবেন!
কিছুদিন পর আবারও আজরাইলের আগমন। এবার আজরাইল নিজের পরিচয় দিলেন এবং বললেন, আমি ঐ ধনাঢ্য ব্যক্তির জান কবয করতে এসেছি। লোকটি আজরাইলের কথা শুনে ভীত সন্ত্রস্ত হয়ে যায়। তাড়াতাড়ি লোক লস্কর পাঠিয়ে দেয় এবং বলে আজরাইলের সাথে যেন খুব নম্র ব্যবহার করা হয়। লোকদের এ বলে খবর পাঠায় যে, দয়া করে অন্য কারো জান যেন কবয করে নেয়। বিনিময়ে ধন-সম্পদ, হিরা-জহরত যা চাইবে তাই প্রদান করা হবে। এতে মালাকুল মাউত বজ্রকণ্ঠে বলেন, আমি যে কাজে আদিষ্ট হয়েছি তা কারো ক্ষেত্রে কোনো বিনিময়ে এদিক সেদিক করা হবে না। আমি অবশ্যই তোমাদের মুনিবের জান কবয করেই ফিরে যাবো। একথা বলে আজরাইল লোকটির দিকে এগিয়ে গেলেন এবং তাকে বললেন, তোমার সময় শেষ, তবে তোমার বিশেষ কোনো ওসীয়ত থাকলে তা পেশ করতে পারো। আজরাইলের এরকম ঘোষণা শুনে শুরু হয়ে গেল হইহুল্লোড়। শুরু হলো চিৎকার আর আর্তনাদ। লোকটি ভয় আর আতংকে ভীতসন্ত্রস্ত হয়ে ছুটোছুটি করতে লাগলো। তার লোক লস্কর সবাই চিৎকার শুরু করলো। পাগলপ্রায় লোকটি তার সোনা-রূপা, হিরা-জহরত সব একত্রিত করলো। লোকজনকে নির্দেশ দিলো সিন্দুক খুলে সকল ধন-সম্পদ নিয়ে আসতে। সকল সম্পত্তি সামনে নিয়ে আসলে লোকটি বলতে লাগলো, হে আমার ধন দৌলত! তোমরাই আমাকে পরকাল থেকে গাফিল করে দিয়েছো। তোমাদের জন্য আমি আজকে আজরাইলের সামনে শূন্যহাতে দাঁড়াতে হচ্ছে।
সম্পদ তার কথা শুনে উত্তর দেয়, আমাদের কারণে তোমার অর্থকড়ি বৃদ্ধি পেয়েছে। তোমার প্রভাব প্রতিপত্তি বেড়েছে। তুমি সুনাম আর সুখ্যাতি অর্জন করতে পেরেছো। আমাদের কারণেই তুমি শাহজাদীকে স্ত্রী হিসেবে পেয়েছো। বিলাসবহুল জীবনযাপন করছো। কখনো পরকালের কথা ভাবোনি। কখনো মৃত্যুর কথা চিন্তা করোনি। যদি আমাদেরকে ভালো কাজে ব্যয় করতে, গরীব-দুঃখী মানুষের পাশে দাঁড়াতে, আল্লাহর পথে আমাদের ব্যবহার করতে তাহলে আমরাই তোমার সুপারিশকারী হতাম। সুতরাং তুমি দুনিয়ার মোহে পড়ে তা কখনো ভাবোনি। সে হিসেবে আজকে তোমার এ শেষ পরিণামের জন্য আমরা দায়ী নই। তুমিই তোমার এ শেষ পরিণামের জন্য দায়ী।

ফেইসবুকে আমরা...