1. redwan.iub@gmail.com : admin2021 :
  2. admin@parwana.net : Parwana Net : Parwana Net
  3. editor@parwana.net : Parwana Net : Parwana Net
Logo
পাদ্রীর আতিথেয়তা
যুবাইর আহমদ মাবরুর
  • ১৩ অক্টোবর, ২০২২

মক্কা থেকে একটি বাণিজ্যিক কাফেলা ছুটছে সিরিয়ার দিকে। সাথে ব্যবসার মালামাল। প্রতিনিয়তই এ পথ ধরে অনেক কাফেলা আসে যায়। কোন কাফেলার কথা কেউ মনে রাখে না। কিন্তু এটা সম্পূর্ণ আলাদা একটা কাফেলা। না,অন্য কোন কারণে নয়, শুধুমাত্র একজন ব্যক্তির কারণে কাফেলা আর তার গল্প কিয়ামত পর্যন্ত বিস্তৃতি লাভ করল। এ কাফেলায় সঙ্গী হয়েছেন মক্কার কুরাইশ বংশের আব্দুল মুত্তালিবের নাতি, আব্দুল্লাহর ছেলে মুহাম্মাদ। কাফেলা চলছে নিরন্তর গতিতে। এক সময় ক্লান্তি তাদের আচ্ছন্ন করল। বিশ্রামের আয়োজন শুরু করলেন সবাই। সিদ্ধান্ত হলো নিকটস্থ একটি গীর্জার পাশে বিশ্রাম নেয়া হবে। গীর্জায় এক পাদ্রী থাকতেন। ধারণা করা হয়, সে সময়কার সবচেয়ে বড় পাদ্রী ছিলেন তিনি। নাম তার বুহাইরা বা বাহীরা।

প্রতিনিয়ত এ গীর্জার পাশ দিয়ে অনেক কাফেলার যাতায়াত। এমনকি যে কাফেলা এখন বিশ্রাম করছে তারাও অনেকবার এপথ পাড়ি দিয়েছে কিন্তু কখনোই সে পাদ্রী গীর্জা থেকে বের হয়ে কারো সাথে দেখা করেননি কিংবা কথাও বলেননি। যখন এই কাফেলা গীর্জার পাশে এসে থামল তখনই সে পাদ্রী বের হয়ে আসলেন এবং তাদের আতিথেয়তা করতে চাইলেন। সবাই আসলেন, কিন্তু কাফেলার ছোট্ট বালককে মালামাল পাহারায় রেখে আসলেন। পাদ্রী বললেন, সবাইকে নিয়ে আসেন কেউ যেন বাকী না থাকে। তখন তারা ছোট্ট বালকটিকেও নিয়ে আসলেন। পাদ্রী তখন সেই বালকটিকে ভালোভাবে দেখলেন। সবার খাবার শেষ হওয়ার পর সে বালককে একা একা তাঁর জীবনঘনিষ্ট অনেক প্রশ্ন করলেন এবং মিলাতে লাগলেন। সবকিছু মিলে গেলে তিনি সে বালকের অভিভাবকের খোঁজ করতে লাগলেন। বালকের চাচা আবূ তালিব তখন সাথে ছিলেন। পাদ্রী তাকে বললেন, আপনি এ বালকের কে হন? তিনি বললেন, সে আমার পুত্র। পাদ্রী প্রতিবাদ করে উঠলেন, না, এ বালকের পিতা জীবিত থাকতে পারেন না। তখন আবূ তালিব বললেন, আমি তাঁর চাচা। যখন পাদ্রীকে জিজ্ঞেস করা হলো, আপনি এতো কিছু জানলেন কিভাবে আর কেনইবা এ কাফেলাকে আতিথেয়তা করতে গেলেন? তখন তিনি বলেছিলেন, আমি আমাদের আসমানী কিতাব থেকে শেষ নবীর যেসকল বর্ণনা জেনেছি তার সবগুলো এ বালকের মধ্যে পেয়েছি। এমনকি এ বালক যখন প্রখর রোদের মধ্যে হেঁটে চলেন তখন তাঁকে মেঘমালা ছায়া দেয়। যখন কোন গাছপালার পাশ দিয়ে যান তখন সেগুলো ন্যুয়ে তাঁকে সম্মান জানায়। সে বালক হলেন ছরকারে কায়নাত, মুহাম্মাদ মোস্তফা, আহমদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।

ফেইসবুকে আমরা...