1. redwan.iub@gmail.com : admin2021 :
  2. admin@parwana.net : Parwana Net : Parwana Net
  3. editor@parwana.net : Parwana Net : Parwana Net
Logo
জান্নাতী
মুহাম্মাদ উসমান গণি
  • ৪ জুন, ২০২৩

বনী ইসরাঈল। যে জাতির হিদায়াতের জন্য আল্লাহ রাব্বুল আলামীন পাঠিয়েছেন অসংখ্য নবী ও রাসূল। যারা যুগে যুগে এ জাতিকে সহজ সরল পথে আনতে দাওয়াত দিয়ে গেছেন অবিরত। কিš‘ জাতিগতভাবে সীমালংঘনকারী এই বনী ইসরাঈল সবসময়ই তাদের নবীদেরকে কষ্ট দিয়েছে। লংঘন করেছে নবীদের দেখানো পথ। এই বাঁকা জাতির মধ্যেও কিছু সংখ্যক আল্লাহর প্রিয় বান্দা ছিলেন যারা তাদের ইবাদতের মাধ্যমে আল্লাহর অধিক নিকটবর্তী হয়েছিলেন। এমনই এক আল্লাহওয়ালা আবিদের গল্প আজ শুনাবো তোমাদেরকে।
এই আবিদ একাধারে ৬০ বছর আল্লাহর ইবাদত ও ধ্যানে কাটিয়ে দিয়েছিলেন। তিনি ইবাদতে এতোই নিমগ্ন ছিলেন যে, ইবাদতখানাকে তার আবাস হিসেবে গ্রহণ করে নিয়েছিলেন। খুব সামান্য সময় ঘুমাতেন। আহার করতেন খুব অল্প। বাকী পুরো সময়ই কাটাতেন মহান আল্লাহর ধ্যানে। এককথায় তিনি থাকতেন মাওলার ধ্যানে বিভোর।
একরাতে ইবাদত করে নিদ্রা গেলেন। চোখে ঘুম আসতেই স্বপ্নে দেখেন কে জানি তাকে ডেকে বলছে, শোন হে আল্লাহর বান্দা! তুমি যতই ইবাদত আর ধ্যান কর না কেন, বাজারের ওই মুচির সমপর্যায়ের ইবাদতগুযার তুমি হতে পারোনি। সে আল্লাহর কাছে তোমার চেয়ে অনেক প্রিয়।
ঘুম ভেঙে যায় আবিদ ব্যক্তিটির। ভাবছেন কী স্বপ্ন দেখলাম এটা? ভাবতে ভাবতে আবারো ঘুমিয়ে পড়লেন। পরের দিন রাতে একই স্বপ্ন আবার দেখেন। এবারও কোনো গুরুত্ব দেননি। স্বপ্নকে স্বপ্ন বলেই উড়িয়ে দিলেন। পরের দিন থেকে প্রতিরাতে একই স্বপ্নের পুনরাবৃত্তি ঘটতে থাকলো। এমনকি কখনো বসে বসে হালকা তন্দ্রা আসলেও একই স্বপ্ন দেখা শুরু করলেন। এতে তিনি চিন্তিত হয়ে পড়েন। আমি বারবার একই স্বপ্ন দেখছি কেন? আর কে ই বা এই মুচি? এবার তিনি বেরিয়ে পড়লেন স্বপ্নের সেই মুচির খোঁজে। খুঁজতে খুঁজতে অবশেষে বাজারে গিয়ে পেয়ে গেলেন স্বপ্নে দেখা সেই মুচিকে। ধীরে ধীরে মুচির কাছে গেলেন। মুচি আবিদ ব্যক্তিকে দেখেতো আশ্চর্য হয়ে যায়। মুচি তার কাজ রেখে দাঁড়িয়ে আবিদকে সম্মান জানায় এবং বলে, হুজুর! আপনার কী খিদমত করতে পারি? আবিদ ব্যক্তির জবাব, খিদমত নিতে আসিনি, এসেছি তোমার খিদমত করতে।
মুচি খুবই লজ্জিত হয়। বলে হুজুর! আপনি না এসে আমাকে বললেই আপনার দরবারে আমি হাযির হয়ে যেতাম। আপনি কেন কষ্ট করে আসতে গেলেন।
আবিদের প্রশ্ন: শুনো ভাই মুচি, তুমি সত্য কথা বলতো, এমন কী আমল তুমি করো, যার কারণে আল্লাহর কাছে তোমার এতো মর্যাদা।
মুচি বলে, হুজুর! আমার বিশেষ কোনো আমল নেই। আমি দিনের বেলা রোযা রাখি। আর রোযা অবস্থায় সারাদিন জুতা সেলাই করে যা অর্থ পাই তার অর্ধেক আল্লাহর ওয়াস্তে গরীব-দুঃখীদের বিলিয়ে দেই। আর বাকী অংশ আমার বিবি-বা”চাদের ভরণপোষণে ব্যয় করি। আবিদ মুচির কথা শুনে মুচির কাছে দুআ চাইলেন এবং ইবাদতখানায় ফিরে গিয়ে আবারও ধ্যানে মগ্ন হয়ে যান। হঠাৎ আবিদ ব্যক্তিটির মনে পড়লো মুচির চেহারায় এতো দুশ্চিন্তার ছাপ কেন দেখলাম তা জিজ্ঞেস করা হলো না। তিনি মুচির কাছে ফিরে গেলেন এবং জিজ্ঞেস করেন। ভাই, তোমার এতো দুশ্চিন্তা কিসের তা কি একটু বলবে?
মুচি জবাব দেয়, হুজুর! আমি যাকেই দেখি আমার মনে হয় তিনি ইবাদতগুযার ও জান্নাতী। আর আমাকেই মনে হয় আমি খুব গুনাহগার এবং জাহান্নামী। আর জাহান্নামের ভয়েই আমার দুশ্চিন্তা। আবিদ ব্যক্তিটির এবার বুঝতে আর বাকী নেই কেন মুচি আল্লাহর কাছে এতো প্রিয়।

ফেইসবুকে আমরা...