Logo
শরীআতের দৃষ্টিতে জন্মদিন পালন
জবাব দিচ্ছেন: মাওলানা আবূ নছর মোহাম্মদ কুতুবুজ্জামান তাফাদার
  • ৮ মে, ২০২১

শরীআতের দৃষ্টিতে জন্মদিন পালন করা কিংবা কাউকে জন্মদিনে শুভেচ্ছা জানানো  কি জায়িয?

প্রশ্নকারী: আব্দুল লতিফ 
গোবিন্দগঞ্জ, ছাতক, সুনামগঞ্জ

জবাব: জন্মদিন বিশেষ রীতি-নীতির সহিত পালন করা মূলত বিজাতীয় সংস্কৃতির আওতাভুক্ত। এর চর্চা থেকে যথাসম্ভব বেঁচে থাকা পরহেজগারিতার লক্ষণ। কোন নিয়মের বাধ্যবাধকতা ব্যতীত এ মর্মে জন্মদিনকে স্মরণে রাখা যে, মহান আল্লাহর মেহেরবানীতে এ দিনে জন্ম গ্রহণ করার মাধ্যমে আল্লাহর অজস্র নিআমত পেয়ে ধন্য হয়েছি এবং সে জন্য আল্লাহর শোকরগোজার হওয়া শরীআত বিরুদ্ধ নয়, বরং মুবাহ বা বৈধ পর্যায়ের যতক্ষণ না এতে বিজাতীয় রীতি অনুসরণের সংযুক্তি পাওয়া যাবে। প্রচলিত পদ্বতির জন্মদিন পালন সর্বাবস্থায় এড়িয়ে চলাই নিরাপদ। আর এ উপলক্ষ্যে শুভেচ্ছা জানানো হারাম না হলেও শরীআতের দৃষ্টিতে কোনো প্রশংসনীয় বিষয় নয়।

জবাবদাতা: প্রিন্সিপাল ও খতীব, আল ইসলাহ ইসলামিক সেন্টার
মিশিগান, যুক্তরাষ্ট্র

প্রশ্ন: শিক্ষার্থীরা উচ্চশিক্ষা গ্রহণের সময় ইংরেজি ভাষায় দক্ষতা ও গবেষণায় অভিজ্ঞতার অভাবে অনেক ক্ষেত্রে থিসিস ও অ্যাসাইনমেন্ট সম্পন্ন করতে সমস্যায় পড়েন। বিশেষ করে বিদেশে অধ্যয়নরত অনেক শিক্ষার্থী, যেমন—বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের শিক্ষার্থীরা, পড়াশোনার পাশাপাশি আয়-রোজগারে ব্যস্ত থাকার কারণে নিজেরা এই কাজগুলো যথাযথভাবে করতে পারেন না। ফলে তারা নির্দিষ্ট অর্থের বিনিময়ে কিছু এজেন্সি বা ব্যক্তির সহায়তা নেন, যারা তাদের হয়ে থিসিস বা অ্যাসাইনমেন্ট লিখে দেয়। এক্ষেত্রে ইসলামিক দৃষ্টিকোণ থেকে জানতে চাই: ১. এভাবে অ্যাসাইনমেন্ট বা থিসিস করিয়ে নেওয়া একজন শিক্ষার্থীর জন্য কতটুকু ন্যায়সঙ্গত? ২. টাকার বিনিময়ে অন্যের হয়ে থিসিস বা অ্যাসাইনমেন্ট লেখা কি ইসলামে বৈধ? ৩. এটি কি হারাম উপার্জনের অন্তর্ভুক্ত হবে?
ফেইসবুকে আমরা...