1. redwan.iub@gmail.com : admin2021 :
  2. admin@parwana.net : Parwana Net : Parwana Net
  3. editor@parwana.net : Parwana Net : Parwana Net
Logo
বাণিজ্যিক ব্যাংকের ঋণ ও সুদ প্রসঙ্গে
জবাব দিচ্ছেন: মাওলানা আবূ নছর মোহাম্মদ কুতুবুজ্জামান তাফাদার
  • ৮ মে, ২০২১

বাণিজ্যিক ব্যাংক থেকে অনিচ্ছায় প্রাপ্ত সুদ কিভাবে ব্যবহার করবো? এর দ্বারা অন্য ব্যাংক থেকে আনীত ঋণের সুদ আদায় করা যাবে কি?

এম এ ইসলাম আমান
কুলাউড়া, মৌলভীবাজার

 

জবাব: সুদ সর্বাবস্থায় হারাম। সুদের সাথে সংশ্লিষ্ট সকল লোকের উপর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা’নত করেছেন। সুদ গ্রহীতা, সুদ দাতা, সুদের চুক্তি লিখক ও সাক্ষীগণ সকলকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা’নত করেছেন। তাই সাধ্যমতো সুদ থেকে বেঁচে থাকার সর্বোচ্চ চেষ্টা করা সকল মুমিনের একান্ত কর্তব্য। কোনো কোনো ক্ষেত্রে অনিচ্ছায় সুদী ব্যাংকে একাউন্ট খোলা অপরিহার্য হওয়ার কারণে বছর শেষে একাউন্টে সুদ চলে আসে। সে ক্ষেত্রে অবশ্যই সেই টাকা সুদদাতাকে ফেরত দিতে হবে (ফাতওয়ায়ে ফকীহুল মিল্লাত: ১০/১২৪)। কিন্তু ব্যাংকের ক্ষেত্রে যেহেতু নির্দিষ্ট সুদদাতা বের করা অসম্ভব, তাই সাওয়াবের নিয়ত না করে যাকাত খাওয়ার উপযুক্ত কোনো মিসকিনকে তা দান করে দিতে হবে। (আহসানুল ফাতওয়া, ৭/১৬; ফাতওয়ায়ে ফকীহুল মিল্লাত, ১০/১২৬)

উক্ত সুদের টাকা দ্বারা অন্য ব্যাংক থেকে আনীত ঋণের সুদ আদায় করা জায়িয হবে না।

 

জবাবদাতা: প্রিন্সিপাল ও খতীব, আল ইসলাহ ইসলামিক সেন্টার
মিশিগান, যুক্তরাষ্ট্র

ফেইসবুকে আমরা...