1. redwan.iub@gmail.com : admin2021 :
  2. admin@parwana.net : Parwana Net : Parwana Net
  3. editor@parwana.net : Parwana Net : Parwana Net
Logo
জামাআতে শেষ রাকাআতে শরীক হলে তাশাহ্হুদ পড়ার নিয়ম
জবাব দিচ্ছেন: মাওলানা আবূ নছর মোহাম্মদ কুতুবুজ্জামান তাফাদার
  • ৮ মে, ২০২১

চার রাকাআত বিশিষ্ট নামাযের শেষ রাকাআতে শরীক হলে পরে কিভাবে তাশাহ্হুদ পড়তে হবে? জানতে চাই।

প্রশ্নকারী: মুহাম্মদ আবদুল্লাহ
সুনামগঞ্জ

জবাব:যে কোনো নামাযের জামাআতে কেউ শরীক হলে রাকাআত পাওয়ার ক্ষেত্রে রুকু পাওয়া শর্ত। সুতরাং শেষ রাকাআতে ইমামকে রুকু অবস্থায় কিংবা এর আগে পেলে ঐ রাকাআত পেয়েছে বলে গণ্য হবে। তাই এমতাবস্থায় ইমামের সালাম ফিরানোর পরে তার আরো তিন রাকাআত মুনফারিদ বা একাকী পূর্ণ করতে হবে। আর ঐ রাকাআতের রুকুর পর শরীক হলে তার ঐ রাকাআত ধর্তব্য হবে না। তাই ইমামের সালাম ফিরানোর পর তাকে নতুন করে চার রাকাআত পড়তে হবে। আগে ইমামের সাথে পাওয়া অংশটুকু পূর্ণ রাকাআত না হওয়াতে তার জন্য সেটা অতিরিক্ত।

আর তাশাহ্হুদ সর্বক্ষেত্রে দ্বিতীয় ও চতুর্থ রাকাআতে (মাগরিবের নামাযে দ্বিতীয় ও তৃতীয় রাকাআতে) পড়তে হয়। ইমামের সাথে এক রাকআত পেলে মাসবুক ব্যক্তির জন্য পরবর্তী নামাযের প্রথম রাকআত হলো দ্বিতীয় রাকআত। এ রাকআতে তাকে বৈঠক করে তাশাহ্হুদ পড়তে হবে। সকল মাসবুক নামাযের ক্ষেত্রে এরূপ হিসাব করে পূর্বের ইমামের সাথে পাওয়া রাকআতসহ মোট নামাযের দ্বিতীয় রাকআতে প্রথম বৈঠকের তাশাহ্হুদ, এবং চতুর্থ রাকাআতে শেষ বৈঠকের তাশাহ্হুদ দরূদ ও দুআয়ে মাসূরা পড়তে হবে। মাগরিবের ক্ষেত্রে শেষ বৈঠকের তাশাহ্হুদ হবে তৃতীয় রাকাআতে। ইমামের চতুর্থ রাকাআতের বৈঠকে মাসবুক ব্যক্তি তাশাহ্হুদ পরবর্তী দুআগুলো পড়বে না বরং তাশাহ্হুদ এমন ধীরে ধীরে পড়বে যেন ইমামের সালাম ফিরানোর পূর্বে তা শেষ হয়।

জবাবদাতা: প্রিন্সিপাল ও খতীব, আল ইসলাহ ইসলামিক সেন্টার
মিশিগান, যুক্তরাষ্ট্র

ফেইসবুকে আমরা...