1. redwan.iub@gmail.com : admin2021 :
  2. admin@parwana.net : Parwana Net : Parwana Net
  3. editor@parwana.net : Parwana Net : Parwana Net
Logo
নির্জনবাসের পূর্বে স্বামীর মৃত্যু হলে কিংবা তালাক দিলে মোহরের বিধান
জবাব দিচ্ছেন: মাওলানা আবূ নছর মোহাম্মদ কুতুবুজ্জামান তাফাদার
  • ১৭ ফেব্রুয়ারী, ২০২১

এক ছেলে বাংলাদেশ থেকে আমেরিকায় অবস্থানকারী মেয়েকে শরীয়তের নিয়মানুযায়ী ফোনে বিবাহ করেছে। বিবাহের মোহরানা ৩০ হাজার ডলার ধার্য করা হয়েছিল। মেয়ে দেশে যেতে পারেনি (অর্থাৎ বাসর হয়নি) এমতাবস্থায় ছেলে মৃত্যুবরণ করেছে। ছেলে মারা যাওয়ার কয়েক মাস পর উক্ত মেয়ের অবিভাবক মেয়ের মোহরানা দাবি করছে। এমতাবস্থায় মেয়ে কি কোনো মোহরানা পাবে? 

 প্রশ্নকারী: জেসমিন বেগম
মিশিগান, আমেরিকা

জবাব: বিবাহের আকদ বৈধভাবে সম্পাদিত হলে অর্থাৎ বিবাহ শুদ্ধ হলে উক্ত স্ত্রী তার স্বামীর নিকট দেন মোহরের হকদার হবে। এ ক্ষেত্রে নির্জনবাসের পূর্বে স্বামীর মৃত্যু হলে কিংবা স্বামী স্ত্রীকে তালাক দিলে শরীয়তের নিয়মানুযায়ী স্ত্রী নির্ধারিত মোহরের অর্ধেক পাবে, অর্থাৎ ১৫ হাজার ডলার পাবে। আর চাইলে স্ত্রী কিংবা তার অভিভাবক তা মাফ করতে পারে।

(তথ্যসূত্র:  রদ্দুল মুহতার, ৩য় খণ্ড, পৃষ্ঠা: ১০৪; আল বাহরুর রাইক, ৩য় খণ্ড, পৃষ্ঠা: ১৫৪)

জবাবদাতা: প্রিন্সিপাল ও খতীব, আল ইসলাহ ইসলামিক সেন্টার
মিশিগান, যুক্তরাষ্ট্র

ফেইসবুকে আমরা...