অনিচ্ছায় কারো শরীরে পা লেগে গেলে তাকে কি কদমবুছি করতে হবে বা গায়ে হাত লাগিয়ে চুমু খেতে হবে? এ বিষয়ে শরীআত কি বলে?
গয়াছ আলী সিরাজপুরী
দোয়ারা বাজার, সুনামগঞ্জ
জবাব: শিষ্টাচার বা আদব প্রদর্শণের ক্ষেত্রে স্থান বিশেষে বিভিন্ন রীতি প্রচলিত আছে যেগুলো অস্বীকার করার কোনো সুযোগ নেই। আবার আচার-আচরণের মধ্যে এক স্থানে যা স্বাভাবিক তা অন্য স্থানে শিষ্টাচার পরিপন্থী হিসেবেও পরিগণিত হতে পারে। তাই সে সব ক্ষেত্রে বিভিন্ন স্থানের প্রচলিত নিয়মাবলি সরাসরি শরীআত পরিপন্থী না হলে তা গ্রহণযোগ্য। উসূলবিদগণের প্রণীত মূলনীতিতে রয়েছে: العادة محكمة অর্থাৎ, প্রচলিত রীতি-নীতি ফয়সালাযোগ্য বিধানভুক্ত। এর স্বপক্ষে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ (রা.) এর বক্তব্য হলো-
ما رآه المؤمنون حسنا فهو عند الله حسن، وما رآه المؤمنون قبيحا فهو عند الله قبيح
-মুমিনগণ যা উত্তম মনে করে তা আল্লাহর নিকট উত্তম এবং মুমিনগণ যা মন্দ মনে করে তা আল্লাহর নিকট মন্দ”। (আল মুজামুল কবীর)
তাই এর আলোকে আমাদের দেশীয় আচরণে কারো গায়ে পা লাগলে বেয়াদবি হয়েছে বিবেচনায় তখন ঐ ব্যক্তির গায়ে আদবের সাথে হাত স্পর্শ করে সে হাতে চুমু খাওয়ার প্রথা উত্তম শিষ্টাচারের অন্তর্ভুক্ত হিসেবে বিবেচিত। এটি শরীআত বিরুদ্ধ নয়। তবে কোনো এলাকায় এরকম প্রচলন না থাকলে সেখানে তা প্রযোজ্য নয়।
জবাবদাতা: প্রিন্সিপাল ও খতীব, আল ইসলাহ ইসলামিক সেন্টার
মিশিগান, যুক্তরাষ্ট্র