1. redwan.iub@gmail.com : admin2021 :
  2. admin@parwana.net : Parwana Net : Parwana Net
  3. editor@parwana.net : Parwana Net : Parwana Net
Logo
ইমামতির ক্ষেত্রে বিবাহিত হওয়া শর্ত কিনা?
জবাব দিচ্ছেন: মাওলানা আবূ নছর মোহাম্মদ কুতুবুজ্জামান তাফাদার
  • ৮ ফেব্রুয়ারী, ২০২১

 ইমামতির ক্ষেত্রে বিবাহিত হওয়া শর্ত কিনা? এ বিষয় জানালে উপকৃত হব।

প্রশ্নকারী: মো. আনোয়ার হোসেন, ছাতক, সুনামগঞ্জ

জবাব:  ইমামতির যোগ্যতা ও উপযুক্ততার ক্ষেত্রে বিবাহিত হওয়া শর্ত নয়। তাই কারো মাঝে ইমামতির অন্যান্য শর্তাবলি পাওয়া গেলে সে অবিবাহিত হলেও ইমামতি করতে পারবে। যদি অবিবাহিত কোনো ইমামের চারিত্রিক দিক থেকে বিপথগামী হওয়ার প্রবল সম্ভাবনা দেখানো দেয় তবে মসজিদ কমিটি ইমামকে বিবাহের ব্যাপারে চাপ প্রয়োগ করতে পারে। কেননা ইমামকে ফাসিকী কার্যকলাপ থেকে বিরত থাকা অপরিহার্য। এ আশঙ্কায় হয়তো কোনো কোনো মসজিদ কমিটি অবিবাহিত ব্যক্তিকে ইমাম হিসাবে নিযুক্ত করতে চান না।

দ্বীনদারী রক্ষা ও চারিত্রিক পবিত্রতার ক্ষেত্রে অবিবাহিত ব্যক্তির চেয়ে বিবাহিত ব্যক্তিই অধিক নিরাপদ। তাই সে হিসেবে বিবাহিতকে অন্যান্য যোগ্যতা থাকার শর্তে প্রাধান্য দেওয়া সমীচীন বটে। (ফাতাওয়া রহীমিয়াহ; ৬ষ্ঠ খ-, ৩৫১ পৃষ্ঠা, ফাতাওয়া মাহমূদিয়াহ; ৭ম খ-: ৪০ পৃষ্ঠা)

জবাবদাতা: প্রিন্সিপাল ও খতীব, আল ইসলাহ ইসলামিক সেন্টার 

মিশিগান, যুক্তরাষ্ট্র

ফেইসবুকে আমরা...