হাঁটুর উপর লুঙ্গি উঠলে উযূ ভঙ্গ হবে কি?
প্রশ্নকারী: আবুল হোসেন
ইটাখলা, বরমচাল, কুলাউড়া, মৌলভীবাজার
জবাব: হাঁটুর উপরে লুঙ্গি উঠলে উযূ ভঙ্গ হবে না, যেহেতু ইহা উযূ ভঙ্গের কারণ নয়। তবে সতর অনাবৃত থাকাবস্থায় উযূ করা নিষেধ। উযূ করার পর বিনা ওজরে সতরের কোনো অংশ অনাবৃত হলে ফরয পরিত্যাগের কারণে গোনাহ হবে। (আল মাবসূত, ১ম খণ্ড/ পৃষ্ঠা ১৯৬)
জবাবদাতা: প্রিন্সিপাল ও খতীব, আল ইসলাহ ইসলামিক সেন্টার
মিশিগান, যুক্তরাষ্ট্র