নাক ও মুখ ঢেকে নামায পড়া কি জায়িয? মাস্ক পরিধান করে নামায পড়ার হুকুম কি?
প্রশ্নকারী: কামাল উদ্দীন
ভাদেশ্বর, গোলাপগঞ্জ
জবাব: বিনা প্রয়োজনে নাক ও মুখ ঢেকে নামায পড়া মাকরূহ। প্রয়োজনে হলে মাকরূহ নয়। হাদীস শরীফে নাক মুখ ঢেকে নামায পড়ার যে নিষেধাজ্ঞা রয়েছে তা অগ্নিপূজারীদের উপাসনার সাথে সাদৃশ্যতার কারণে করা হয়েছে। বর্তমান সময়ে করোনা ভাইরাস সংক্রমণের আশংকার কারণে যেখানে প্রয়োজন হবে সেখানে মাস্ক পরিধান করে নামায আদায় মাকরূহ হবে না। কেননা জীবন রক্ষার প্রয়োজনে এটি গ্রহণযোগ্য ওজর। (আল মাবসূত, ১ম খণ্ড পৃষ্ঠা ৩১, আল বাদাইয়ুস সানাঈ, ১ম খণ্ড পৃষ্ঠা ২১৬)
জবাবদাতা: প্রিন্সিপাল ও খতীব, আল ইসলাহ ইসলামিক সেন্টার
মিশিগান, যুক্তরাষ্ট্র