বাথরুমে উলঙ্গ হয়ে গোসল করা জায়িয আছে কি?
প্রশ্নকারী: আবুল হোসেন
ইটাখলা, বরমচাল, কুলাউড়া, মৌলভীবাজার
জবাব: প্রয়োজন ব্যতীত উলঙ্গ হয়ে গোসল করা মাকরূহ। কেননা নির্জন অবস্থায়ও আল্লাহ তাআলা থেকে লজ্জাবোধ করা মুমিনের কর্তব্য। এ মর্মে হাদীসে এসেছে- রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে নির্জন অবস্থায় লজ্জাস্থান অনাবৃত রাখা সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি জবাবে বললেন, লজ্জাবোধ করার ক্ষেত্রে আল্লাহ তাআলাই সর্বাধিক হকদার। (আল মু’জামুল কাবীর: হাদীস নং ৯৯০, ৯৯১ ও ৯৯২, আল মাবসূত: ১ম খণ্ড, পৃষ্ঠা ১৯৬, ১০ম খণ্ড, ১৫৬ পৃষ্ঠা)
অন্য হাদীসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টয়লেটে প্রবেশ করেও মাটির নিকটবর্তী না হওয়া পর্যন্ত কাপড় উঠাতেন না। (সুনানে আবী দাউদ: হাদীস নং ১৪, সুনানে তিরমিযী, হাদীস নং ১৪)
জবাবদাতা: প্রিন্সিপাল ও খতীব, আল ইসলাহ ইসলামিক সেন্টার
মিশিগান, যুক্তরাষ্ট্র