মো. সাইদুল ইসলাম
প্রধান শিক্ষক, ঘোষগাঁও সুন্নিয়া হাফিযিয়া মাদরাসা
জগন্নাথপুর, সুনামগঞ্জ
প্রশ্ন: বর্তমান সময়ে অনেক ব্যক্তির উমরাহ পালনের সামর্থ্য আছে কিন্তু হজ্জ করার সামর্থ্য নেই, এমন ব্যক্তিবর্গ যদি উমরাহ আদায় করে ফেলে তাহলে তাদের উপর হজ্জ আদায় করা ফরয কি না? অথবা সামর্থ্যহীন ব্যক্তি যদি সম্পূর্ণ অন্যের সাহায্যে বা খরচে উমরাহ আদায় করে ফেলে তাহলে তার উপর হজ্জ আদায় করা ফরয কি না এবং সাউদী আরবে রুজি-রোজগার করার জন্য অবস্থানরত অন্য কোনো দেশের নাগরিকদের উপর হজ্জ আদায় করা ফরয কি না?
জবাব: হজ্জে গমনের সামর্থ্য নেই তবে উমরাহ আদায়ের সামর্থ্য আছে এমন ব্যক্তির উপর উমরাহ পালনে মক্কা শরীফ গমনের কারণে হজ্জের মাসসমূহে মক্কা শরীফে অবস্থান না করলে কিংবা হজ্জ আদায়ে কোনোরূপ বাধা-বিপত্তি থাকলে হজ্জ ফরয হয় না। তবে যদি উমরাহ পালনের পর মক্কা শরীফ থাকাবস্থায় হজ্জের মাস শুরু হয়ে যায় কিংবা হজ্জের মৌসুমে উমরাহ পালনে মক্কা শরীফ গমন করে এবং উক্ত ব্যক্তির জন্য যদি হজ্জ সমাপ্ত হওয়া পর্যন্ত তথায় অবস্থানের অনুমতি ও সামর্থ্য থাকে এবং হজ্জ পালনে রাষ্ট্রের তরফ থেকে কোনোরূপ বাধা না থাকে তবে তার জন্য কেবল হজ্জ ফরয হবে, যদি তিনি পূর্বে কোনো ফরয হজ্জ আদায় না করেন। আর পূর্বে ফরয হজ্জ আদায় করে থাকলে, হজ্জের মাসে উমরায় গমন করলে তার পক্ষে দ্বিতীয় বার হজ্জ ফরয হবে না।
বর্তমান সময়ে সাউদী সরকারের পক্ষ থেকে উমরায় গমনকারীদেরকে সরাসরি হজ্জের অনুমতি কিংবা সুযোগ দেওয়া হয় না। আর হজ্জের অনুমোদন ব্যতীত কেউ হজ্জ করতে আরাফাহ যেতে তার বাধা থাকায় হজ্জ ফরয হওয়ার অন্যতম শর্ত أمن الطريق তথা রাস্তা নিরাপদ হওয়ার শর্ত পূরণ না হওয়াতে ফকীহগণ তার উপর হজ্জ ফরয হয় না বলে জোরালো অভিমত ব্যক্ত করেছেন। এটিই অধিক যৌক্তিক। আর কুরআন সুন্নাহর দৃষ্টিতে অধিক ভারসাম্যপূর্ণ মত হিসেবে প্রযোজ্য। মহান আল্লাহ তাআলা ইরশাদ করেছেন-
ولله على الناس حج البيت من استطاع اليه سبيلًا
-আর বায়তুল্লাহর হজ্জ মানুষের উপর আল্লাহর প্রাপ্য, যার সামর্থ্য রয়েছে এতে পৌঁছার। (সূরা আলে ইমরান, আয়াত-৯৭)
মহান আল্লাহ তাআলা আরো ইরশাদ করেছেন-
لا يكلف الله نفسا الا وسعها
-আল্লাহ কাউকে তার সাধ্যের বাইরে কোনো বিষয়ে বাধ্য করেন না। (সূরা বাকারাহ, আয়াত-২৮৬)
আল ইখতিয়ার লি তা’লীলিল মুখতার কিতাবে লিখেছেন-
وَلَا بُدَّ مِنْ أَمْنِ الطَّرِيقِ لِأَنَّهُ لَا يَقْدِرُ عَلَى الْوُصُولِ إِلَى الْمَقْصُودِ دُونَهُ، وَأَهْلُ مَكَّةَ وَمَنْ حَوْلَهَا يَجِبُ عَلَيْهِمْ إِذَا قَدَرُوا بِغَيْرِ رَاحِلَةٍ لِقُدْرَتِهِمْ عَلَى الْأَدَاءِ بِدُونِ الْمَشَقَّةِ.
হজ্জ ফরয হওয়ার জন্য রাস্তা অবশ্যই নিরাপদ হতে হবে, কারণ এটি ছাড়া গন্তব্যে পৌঁছা সম্ভব নয়। আর এজন্য মক্কাবাসী এবং এর আশেপাশের লোকদের জন্য হজ্জ ফরয হয় যদি অসুবিধা ছাড়াই বিনা বাহনে হজ্জ আদায়ে সক্ষম হন। (আল ইখতিয়ার লি তা’লীলিল মুখতার, ১ম খণ্ড, পৃষ্ঠা-১৪০)
অনুরূপ সামর্থ্যহীন ব্যক্তি যদি সম্পূর্ণ অন্যের সাহায্যে বা খরচে উমরাহ আদায় করে ফেলে তাহলে উপরিউক্ত কারণে তার উপর হজ্জ আদায় করা ফরয হবে না।
তাছাড়া সাউদী আরবে রুজি-রোজগার করার জন্য অবস্থানরত অন্য কোনো দেশের নাগরিকদের উপর হজ্জ ফরয হওয়া তার সামর্থ্যের উপর এবং বাধা-বিপত্তি থেকে মুক্ত থাকার উপর নির্ভরশীল। অর্থাৎ সেখান থেকে হজ্জ করতে যে খরচাদি প্রয়োজন সেটা থাকা এবং চাকুরির দায়িত্ব থেকে ছুটি পাওয়া ইত্যাদি। তাই কোনো বাধা ব্যতিত সামর্থ্যের অধিকারী হলে তার জন্য হজ্জ ফরয হবে।

