প্রশান্তি হাওয়া নামে তোমার নামে
হে রাসূল তোমার নামে
তোমার জীবন থেকে কিছু আলো নিয়ে
নিজেকে রচনা করি আদর্শে সাজিয়ে
সত্যের সুর শুনি বাজে ডানে বামে।
প্রশান্তি হাওয়া নামে তোমার নামে
হে রাসূল তোমার নামে।
আমার হৃদয় যখন পোড়ে আগুনে
তোমার নামের ধ্বনি ফাগুনের হাওয়া
জীবন ও মরণে তাই তোমাকে চাওয়া
তোমার নামের সাথে প্রলয়ও থামে।
প্রশান্তি হাওয়া নামে তোমার নামে
হে রাসূল তোমার নামে।
ঈর্ষার বিষে যখন পৃথিবী ঘামে
খোঁজে বের করি তোমার আলোকবাণী
মানুষকে বলি ভাই, মেনে চলো তাই
যে বা যারা হতে চাও গুণী সম্মানী।
আল্লাহর সাথে তাকে জপো দিবাযামে
প্রশান্তি হাওয়া নামে তোমার নামে
হে রাসূল তোমার নামে।