1. redwan.iub@gmail.com : admin2021 :
  2. admin@parwana.net : Parwana Net : Parwana Net
  3. editor@parwana.net : Parwana Net : Parwana Net
Logo
অহংকারী বটগাছ
জান্নাতুল ফেরদৌস মরিয়ম
  • ৮ জানুয়ারী, ২০২৩

অনেক দিন আগের কথা। এক বনে ছিল একটি বটগাছ। বট গাছটি ছিল বনের সব গাছ থেকে বড় ও লম্বা। সে নিজেকে নিয়ে অনেক অহংকার করত। সে তার ডালে কোনো পাখি বসতে দিত না। পাশেই ছিল একটি আমগাছ। আম গাছটি ছিল অনেক ভালো। তার ডালে বসে পাখিরা সারাদিন গান গাইত। একদিন একদল মৌমাছি কোথায় বাসা বানাবে খুঁজছিল। খুঁজতে খুঁজতে বট গাছকে দেখতে পায়। বটগাছ দেখে তাদের খুবই আনন্দ হয়। মৌমাছিদের রাণী বলে আমরা এখানে বাসা বানাব, বটগাছটি অনেক বড় ও লম্বা। মৌমাছির কথা শুনে বটগাছটি রেগে গিয়ে বলল, আমার ডালের ধারে কাছেও এসো না। তোমাদেরকে একদম ভালো লাগে না আমার। আম গাছটি মৌমাছিদের বলল, তোমরা আমার ডালে বাসা বানাও। মৌমাছিরা আম গাছের ডালে তাদের বাসা বানায়। কয়েকদিন পরে দুজন কাঠুরে বনে আসে কাঠ সংগ্রহ করার জন্য। কাঠুরেরা বটগাছটি দেখে বলল, এই গাছটি খুব বড় ও লম্বা। এটা থেকে আমরা অনেক কাঠ সংগ্রহ করতে পারব। চলো এই গাছটিকে আমরা কাটা শুরু করি। এই বলে কাঠুরে দুজন গাছটি কাটতে শুরু করে। তখন বটগাছটি আমগাছকে কেঁদে কেঁদে বলে বন্ধু আমগাছ! আমাকে বাঁচাও।
তখন আমগাছ মৌমাছির রাণীকে ডেকে বটগাছের বিপদের কথা বলল। মৌমাছির রাণী বলল, আমরা তাকে বাঁচাবো কেন? সে আমাদেরকে তার ডালে বাসা বুনতে দেয়নি। আমগাছটি বলল, বটগাছ অহংকার করেছে বলে তার আজ এই অবস্থা। তাই বলে তোমরাও তার মতো অহংকার করো না। এখন তাকে আমাদের বাঁচানো কর্তব্য। যাও, তোমরা গিয়ে তাকে সাহায্য করো। আমগাছের কথা শুনে মৌমাছিরা বটগাছকে বাঁচাতে যায়। যে কাঠুরেরা বটগাছকে কাটতে এসেছিল মৌমাছিরা তাদের কামড়ে দেয় এবং তাড়া করতে থাকে। মৌমাছির তাড়া খেয়ে কাঠুরেরা দৌঁড়ে পালাতে থাকে। বটগাছ মৌমাছি ও আমগাছের কাছে অহংকারের জন্য লজ্জিত হয়ে ক্ষমা চায়। তখন আমগাছ ও মৌমাছিরা তাকে ক্ষমা করে দেয়। এ থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত, অহংকার পতনের মূল। অহংকার থেকে বেঁচে থাকতে হবে। একে অপরের সাহায্যে এগিয়ে আসতে হবে। অন্যের বিপদে নিজেকে বিলিয়ে দিতে হবে।

ফেইসবুকে আমরা...