এখানে নেমেছে রাত, সজল নয়ন
সারাদিন সারারাত তোমার স্মরণ।
জীবনের ইশারা, তুমিই কারণ।
হ্নদয়ে দিয়েছি প্রীতম ওগো!
শুধু তোমাকেই আসন।
অবিরাম অবিরত তোমার স্মরণ।
রুহের প্রাণ তুমি, আপনের আপন।
হে পরম প্রশংসিত হাবীব প্রীতম!
তাঁকাও না একবার, দেখো অভাগারে—
প্রেমের কসম!
আঁখির শীতল তুমি, আমার স্বপন।
বুকের জখমে লেখা নাম, তুমি হ্নদের কাঁপন।
তোমার ক্বদম কোণে চাই একটু আসন
মাশুকের আশ্রয় শুধু তোমার চরণ।
সঁপেছি সেথায় মোর জীবন মরণ।