সালাতুল ইশা কাযা হলে বিতর নামায কাযা পড়তে হবে কি?
প্রশ্নকারী: আব্দুল্লাহ মঞ্জুর
দক্ষিণ সুরমা, সিলেট
জবাব : হ্যাঁ, বিতর নামায ফাওত হলে ইহার কাযা আদায় করা ওয়াজিব। সালাতুল ইশা বিতরসহ ফাওত হলে ইশার ফরযের কাযা পড়া ফরয এবং বিতরের কাযা ওয়াজিব। এ প্রসঙ্গে আল বাহরুর রাইক কিতাবে এসেছে-
والقضاء فرض في الفرض واجب في الواجب سنة في السنة
-ফরয নামাযের কাযা আদায় ফরয, ওয়াজিব নামাযের কাযা আদায় ওয়াজিব এবং সুন্নাত নামাযের কাযা সুন্নাত। (আল বাহরুর রাইক, ২য় খণ্ড, পৃষ্ঠা ৮৬; আল ফাতাওয়াল হিন্দিয়্যাহ, ১ম খণ্ড, পৃষ্ঠা ১২১)
জবাবদাতা: প্রিন্সিপাল ও খতীব, আল ইসলাহ ইসলামিক সেন্টার
মিশিগান, যুক্তরাষ্ট্র