নামাযের মধ্যে স্মার্ট ফোনে অথবা সরাসরি কুরআন শরীফের কপি দেখে পড়ার বিধান কি? এতে নামায শুদ্ধ হবে কি?
প্রশ্নকারী: মুদ্দাচ্ছির আল আমীন
দক্ষিণ সুরমা, সিলেট
জবাব: নামাযে স্মার্ট ফোন কিংবা কুরআন শরীফের কপি দেখে পড়লে বিশুদ্ধ অভিমত অনুযায়ী তার নামায বিনষ্ট হয়ে যাবে। ইমাম আবূ দাউদ তাঁর আল মাসাহিফে বর্ণনা করেন, হযরত উমর (রা.) ইমামগণকে নামাযে কুরআন দেখে পড়তে নিষেধ করতেন। সালফে সালেহীনের অনেকেই নামাযে কুরআন দেখে পড়াকে নিষেধ করতেন। (হাদীস নং ১৮৯, ১৯০, ১৯১)
এ সম্পর্কে আল মুহিতুল বুরহানী গ্রন্থে লিখেছেন, وإذا قرأ المصلي من المصحف فسدت صلاته، وهذا قول أبي حنيفة -নামাযী ব্যক্তি কুরআন শরীফ দেখে কিরাত পড়লে তার নামায নষ্ট হয়ে যাবে। ইহা ইমাম আবূ হানীফা (র.) এর অভিমত।
(আল মাবসূত, ১ম খণ্ড, পৃষ্ঠা ২০১; আল মুহীতুল বুরহানী, ১ম খণ্ড, পৃষ্ঠা ৩৯১; আল ইখতিয়ার লি তা’লীলিল মুখতার, ১ম খণ্ড, পৃষ্ঠা ৬২; আল বাহরুর রাইক, ২য় খণ্ড, পৃষ্ঠা ১১; আল আসলু লিশ শায়বানী, মুকাদ্দামাহ, পৃষ্ঠা ২৬৪)
জবাবদাতা: প্রিন্সিপাল ও খতীব, আল ইসলাহ ইসলামিক সেন্টার
মিশিগান, যুক্তরাষ্ট্র