Logo
জুমুআর নামাযে খুতবাহ চলাকালে মসজিদে গেলে সুন্নাত আদায় করবো নাকি খুতবাহ শুনবো?
জবাব দিচ্ছেন: মাওলানা আবূ নছর মোহাম্মদ কুতুবুজ্জামান তাফাদার
  • ১ সেপ্টেম্বর, ২০২১

প্রশ্ন: কোন ব্যক্তি জুমুআর নামাযে খুতবাহ চলাকালে মসজিদে গেলে সে সুন্নাত আদায় করবে না কি খুতবাহ শুনবে? জানতে চাই।

জবাব: খুতবাহ চলাকালে সুন্নাত কিংবা নফল নামায শুরু করা মাকরূহ। কেননা তা খুতবাহ শ্রবণের প্রতিবন্ধক। তাই এ সম্পর্কে বাদাইয়ুস সানায়ী কিতাবে লিখেছেন-

ومنها وقت الخطبة يوم الجمعة يكره فيه الصلاة؛ لأنها سبب لترك استماع الخطبة.

-নামায মাকরূহ হওয়ার আরেকটি সময় হচ্ছে জুমুআর দিন খুতবাহ চলাকালীন সময়। কেননা তা খুতবাহ শ্রবণ ত্যাগের কারণ। (বাদাইয়ুস সানায়ী, ১ম খ-, পৃষ্ঠা-২৯৭)

প্রশ্নকারী: লালন আহমদ (রাজু)
নরসিংপুর, দোয়ারাবাজার, সুনামগঞ্জ

প্রশ্ন: শিক্ষার্থীরা উচ্চশিক্ষা গ্রহণের সময় ইংরেজি ভাষায় দক্ষতা ও গবেষণায় অভিজ্ঞতার অভাবে অনেক ক্ষেত্রে থিসিস ও অ্যাসাইনমেন্ট সম্পন্ন করতে সমস্যায় পড়েন। বিশেষ করে বিদেশে অধ্যয়নরত অনেক শিক্ষার্থী, যেমন—বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের শিক্ষার্থীরা, পড়াশোনার পাশাপাশি আয়-রোজগারে ব্যস্ত থাকার কারণে নিজেরা এই কাজগুলো যথাযথভাবে করতে পারেন না। ফলে তারা নির্দিষ্ট অর্থের বিনিময়ে কিছু এজেন্সি বা ব্যক্তির সহায়তা নেন, যারা তাদের হয়ে থিসিস বা অ্যাসাইনমেন্ট লিখে দেয়। এক্ষেত্রে ইসলামিক দৃষ্টিকোণ থেকে জানতে চাই: ১. এভাবে অ্যাসাইনমেন্ট বা থিসিস করিয়ে নেওয়া একজন শিক্ষার্থীর জন্য কতটুকু ন্যায়সঙ্গত? ২. টাকার বিনিময়ে অন্যের হয়ে থিসিস বা অ্যাসাইনমেন্ট লেখা কি ইসলামে বৈধ? ৩. এটি কি হারাম উপার্জনের অন্তর্ভুক্ত হবে?
ফেইসবুকে আমরা...