1. redwan.iub@gmail.com : admin2021 :
  2. admin@parwana.net : Parwana Net : Parwana Net
  3. editor@parwana.net : Parwana Net : Parwana Net
Logo
প্রশ্ন: জামাতে নামায আদায়কালে কোনো মুসল্লীর ফরয বা ওয়াজিব ছুটে গেলে নামায সহীহ হবে কি?
জবাব দিচ্ছেন: মাওলানা আবু নছর মোহাম্মদ কুতুবুজ্জামান তাফাদার
  • ১৬ নভেম্বর, ২০২২

জবাব: জামাতে শরীক হওয়া মুসল্লী ইমামের  ইকতিদাকালীন যদি এমন কোনো ভুল করে যাতে সিজদায়ে সাহু আবশ্যক হয়, তাহলে তার কিংবা তার ভুলের কারণে ইমামের সিজদায়ে সাহু দেওয়ার বিধান নেই।

এ সম্পর্কে ‘মাজমাউল আনহুর’ কিতাবে আছে,

لا بسهوه أي لا يلزم سجود السهو بسهو المقتدي لا عليه ولا على إمامه لأنه إن سجد وحده خالف إمامه وإن سجد الإمام معه انقلب المتبوع تابعا والتابع متبوعا وهو قلب الموضوع ونقض المشروع

(১ম খণ্ড, পৃষ্ঠা ১৪৯)
তবে কোনো মুক্তাদির ফরয ছুটে গেলে সেজন্য নামায সর্বাবস্থায় দুহরানো আবশ্যক হবে। আর মাসবুক হিসেবে আংশিক নামাযে শরীক হওয়া মুক্তাদী ইমামের  সালাম ফেরানোর পর ছুটে যাওয়া অবশিষ্ট নামায একাকী পূর্ণ করার সময় এমন কোনো ভুল করলে যাতে সিজদায়ে সাহু আবশ্যক হয়, তাহলে তার সিজদায়ে সাহু দিতে হবে।

প্রশ্নকারী: জাবেদ হোসাইন

ফেইসবুকে আমরা...