Logo
আমি আসরের নামাযের ৪ নং রাকাআতে শামিল হলাম। এখানে ইমাম সাহেবকে অনুসরণ করে আত্তাহিয়্যাতু পুরোটা পড়ব নাকি অর্ধেক পড়বো?
জবাবদাতা: মাওলানা আবূ নছর মোহাম্মদ কুতুবুজ্জামান তাফাদার
  • ১০ নভেম্বর, ২০২৫

হুসাইন আহমদ
রাখালগঞ্জ দারুল কুরআন ফাযিল মাদরাসা
দক্ষিণ সুরমা, সিলেট
প্রশ্ন: আমি আসরের নামাযের ৪ নং রাকাআতে শামিল হলাম। এখানে ইমাম সাহেবকে অনুসরণ করে আত্তাহিয়্যাতু পুরোটা পড়ব নাকি অর্ধেক পড়বো? অবশিষ্ট ৩ রাকাআত নামায আমি কীভাবে আদায় করবো?

জবাব: জামাআত নামাযে ইমামকে কোন রাকআতে রুকুতে থাকাবস্থায় ১ তাসবীহ পরিমাণ সময় পেলে উক্ত রাকআত পেয়েছেন বলে পরিগণিত হবে। সুতরাং সেভাবে ইমামকে পেয়ে থাকলে আপনার জন্য ইমামের সালাম ফেরানোর পর অবশিষ্ট ৩ রাকাআত পূর্ণ করতে হবে। আর এ অবস্থায় ইমামের শেষ বৈঠককালে তার অনুসরণে প্রথম বৈঠক অতিরিক্তভাবে করতে হবে। এতে কেবল তাশাহহুদ পড়বেন। দুরূদ ও দুআয়ে মাসূরা পড়তে হবে না। পরবর্তী নিজের সম্পাদনকৃত ১ম রাকাআতে সানা, তাআউয (আউযুবিল্লাহ), তাসমিয়াহসহ (বিসমিল্লাহ) সূরা ফাতিহা ও অন্য সূরা মিলাবেন ২য় রাকআতে কেবল তাসমিয়াহ পড়ে সূরা ফাতিহা ও অন্য সূরা মিলানোর পর যথানিয়মে সে রাকআত পূর্ণ করে প্রথম বৈঠক করবেন এবং কেবল তাশাহহুদ পড়বেন। অতঃপর যথানিয়মে ৪র্থ রাকআত সম্পন্ন হলে শেষ বৈঠক করবেন এবং তাশাহহুদ, দুরূদ ও দুআয়ে মাসূরাহ পাঠ করে সালাম ফেরানোর মাধ্যমে নামায শেষ করবেন। (রাদ্দুল মুহতার, ১/৫৯৬)
আর ইমামকে ৪র্থ রাকআতে রুকুর পর পেলে ইমামের সাথে কোন রাকআত না পাওয়ার পর ও ইমামের শেষ বৈঠকে তাশাহহুদ পড়বেন। এটি অতিরিক্ত বৈঠক যা ইমামের অনুসরণে করতে হয়। এ বিষয়ে আল বাহরুর রাইক কিতাবে লিখেছেন-
لِأَنَّ الْقَعْدَةَ فِي الصَّلَاةِ قَدْ تَكُونُ أَكْثَرَ مِنْ اثْنَتَيْنِ فَإِنَّ الْمَسْبُوقَ بِثَلَاثٍ فِي الرُّبَاعِيَّةِ يَقْعُدُ ثَلَاثَ قَعَدَاتٍ كُلٌّ مِنْ الْأُولَى وَالثَّانِيَةِ وَاجِبٌ وَالثَّالِثَةُ هِيَ الْأَخِيرَةُ وَهِيَ فَرْضٌ كَمَا سَيَأْتِي بَيَانُهُ فِي مَسَائِلِ الْمَسْبُوقِ إنْ شَاءَ اللَّهُ تَعَالَى
নামাযে বৈঠক কখনো দুইয়ের অধিক হয়ে থাকে। কেননা চার রাকআত বিশিষ্ট নামাযে যিনি তিন রাকআত না পেয়ে মাসবূক হবেন তাকে তিনটি বৈঠক করতে হয়। প্রথম ও দ্বিতীয় বৈঠক ওয়াজিব হিসেবে এবং তৃতীয় বৈঠক ফরয হিসেবে করতে হবে। (আল বাহরুর রাইক, ১ম খণ্ড, পৃষ্ঠা ৩১৭-৩১৮)

ফেইসবুকে আমরা...