Logo
নামের সঙ্গে গাজী শব্দ ব্যবহার
জবাব দিচ্ছেন: মাওলানা আবূ নছর মোহাম্মদ কুতুবুজ্জামান তাফাদার
  • ৮ মে, ২০২১

অনেকে নামের সাথে গাজী ব্যবহার করেন, এটা কি জায়িয? প্রকৃত অর্থে গাজী কারা?

প্রশ্নকারী:  মোহাম্মদ আব্দুল জলিল
সুনামগঞ্জ সদর, সুনামগঞ্জ

জবাব: গাজী শব্দের উৎপত্তি আরবী غزوة গাযওয়া শব্দ থেকে। গাজী শব্দের অর্থ ধর্ম যুদ্ধে বিজয়ী বীর। পৃথিবীর বিভিন্ন দেশের মুসলিমদের পদবি হিসেবে গাজী শব্দ ব্যবহৃত হয়ে থাকে। জিহাদে অংশগ্রহণকারী কেউ বিজয়ী হয়ে ফিরে এলে তাদেরকে গাজী উপাধি দেওয়া হতো। এরা মুসলিম সমাজে সম্মানীয় ব্যক্তিত্ব।

বর্তমান যুগে যারা নামের সাথে গাজী শব্দ ব্যবহার করে থাকেন সেটা তাদের পূর্ব-পুরুষগণের কারো প্রতি সম্পর্কিত বংশগত পদবি হিসেবে লিখা দূষণীয় নয়, যেমন অন্যান্য বংশগত পদবির ক্ষেত্রে হয়ে থাকে।

জবাবদাতা: প্রিন্সিপাল ও খতীব, আল ইসলাহ ইসলামিক সেন্টার
মিশিগান, যুক্তরাষ্ট্র

প্রশ্ন: শিক্ষার্থীরা উচ্চশিক্ষা গ্রহণের সময় ইংরেজি ভাষায় দক্ষতা ও গবেষণায় অভিজ্ঞতার অভাবে অনেক ক্ষেত্রে থিসিস ও অ্যাসাইনমেন্ট সম্পন্ন করতে সমস্যায় পড়েন। বিশেষ করে বিদেশে অধ্যয়নরত অনেক শিক্ষার্থী, যেমন—বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের শিক্ষার্থীরা, পড়াশোনার পাশাপাশি আয়-রোজগারে ব্যস্ত থাকার কারণে নিজেরা এই কাজগুলো যথাযথভাবে করতে পারেন না। ফলে তারা নির্দিষ্ট অর্থের বিনিময়ে কিছু এজেন্সি বা ব্যক্তির সহায়তা নেন, যারা তাদের হয়ে থিসিস বা অ্যাসাইনমেন্ট লিখে দেয়। এক্ষেত্রে ইসলামিক দৃষ্টিকোণ থেকে জানতে চাই: ১. এভাবে অ্যাসাইনমেন্ট বা থিসিস করিয়ে নেওয়া একজন শিক্ষার্থীর জন্য কতটুকু ন্যায়সঙ্গত? ২. টাকার বিনিময়ে অন্যের হয়ে থিসিস বা অ্যাসাইনমেন্ট লেখা কি ইসলামে বৈধ? ৩. এটি কি হারাম উপার্জনের অন্তর্ভুক্ত হবে?
ফেইসবুকে আমরা...