অনেকে নামের সাথে গাজী ব্যবহার করেন, এটা কি জায়িয? প্রকৃত অর্থে গাজী কারা?
প্রশ্নকারী: মোহাম্মদ আব্দুল জলিল
সুনামগঞ্জ সদর, সুনামগঞ্জ
জবাব: গাজী শব্দের উৎপত্তি আরবী غزوة গাযওয়া শব্দ থেকে। গাজী শব্দের অর্থ ধর্ম যুদ্ধে বিজয়ী বীর। পৃথিবীর বিভিন্ন দেশের মুসলিমদের পদবি হিসেবে গাজী শব্দ ব্যবহৃত হয়ে থাকে। জিহাদে অংশগ্রহণকারী কেউ বিজয়ী হয়ে ফিরে এলে তাদেরকে গাজী উপাধি দেওয়া হতো। এরা মুসলিম সমাজে সম্মানীয় ব্যক্তিত্ব।
বর্তমান যুগে যারা নামের সাথে গাজী শব্দ ব্যবহার করে থাকেন সেটা তাদের পূর্ব-পুরুষগণের কারো প্রতি সম্পর্কিত বংশগত পদবি হিসেবে লিখা দূষণীয় নয়, যেমন অন্যান্য বংশগত পদবির ক্ষেত্রে হয়ে থাকে।
জবাবদাতা: প্রিন্সিপাল ও খতীব, আল ইসলাহ ইসলামিক সেন্টার
মিশিগান, যুক্তরাষ্ট্র