Logo
ফরয বা সুন্নাত নামাযে ভুলে প্রথম রাকআতে সূরা ফাতিহার পর সূরা নাস পড়লে পরবর্তী রাকআতে কোন সূরা পড়ব? সুরা বাকারার প্রথম থেকে আবার পড়া যাবে?
জবাবদাতা: মাওলানা আবূ নছর মোহাম্মদ কুতুবুজ্জামান তাফাদার
  • ১১ নভেম্বর, ২০২৫

হাবিবুর রহমান
লন্ডন, যুক্তরাজ্য
প্রশ্ন: ফরয বা সুন্নাত নামাযে ভুলে প্রথম রাকআতে সূরা ফাতিহার পর সূরা নাস পড়লে পরবর্তী রাকআতে কোন সূরা পড়ব? সুরা বাকারার প্রথম থেকে আবার পড়া যাবে?

জবাব: ফরয বা সুন্নাত নামাযের প্রথম রাকআতে কেউ সূরা ফাতিহার পর ভুলে সূরা নাস পড়ে ফেললে পরবর্তী রাকআতে সে আবারো সূরা নাস পড়বে। এমতাবস্থায় দুই রাকআতে একই সূরা পাঠ তার জন্য মাকরূহ নয়। তবে যদি নামাযের কিরাআতে কুরআন মাজীদের খতম সমাপ্ত করার উদ্দেশ্য নিয়ে পড়াকালীন সময়ে দুই রাকআত বিশিষ্ট কোনো নামাযে প্রথম রাকআতে সূরা নাস পড়ে থাকে তাহলে পরবর্তী রাকআতে সে (সূরা ফাতিহার পর) কিরাআত হিসেবে সূরা বাকারার শুরু থেকে কিছু পড়ে নিতে পারবে।
এ সম্পর্কে আল জাওহারাতুন নায়্যিরাহ কিতাবে লিখেছেন-
وَلَوْ قَرَأَ فِي الرَّكْعَةِ الْأُولَى سُورَةً وَفِي الْأُخْرَى سُورَةً فَوْقَهَا يُكْرَهُ، وَإِذَا قَرَأَ فِي الْأُولَى قُلْ أَعُوذُ بِرَبِّ النَّاسِ يَقْرَأُ فِي الثَّانِيَةِ قُلْ أَعُوذُ بِرَبِّ النَّاسِ أَيْضًا وَعَلَى هَذَا قِرَاءَةُ الْآيَاتِ إذَا قَرَأَ فِي الْأُولَى آيَةً فَإِنَّهُ يُكْرَهُ أَنْ يَقْرَأَ فِي الْأُخْرَى آيَةً مِنْ سُورَةٍ فَوْقَهَا.
(আল জাওহারাতুন নায়্যিরাহ, ১ম খণ্ড, পৃষ্ঠা-৫৮)
খাজানাতুল মুফতীন কিতাবে এ বিষয়ে লিখেছেন-
وإذا قرأ في ركعةٍ: {قُلْ أَعُوذُ بِرَبِّ النَّاسِ} يقرأ في الركعة الثانية {قُلْ أَعُوذُ بِرَبِّ النَّاسِ}
(খাজানাতুল মুফতীন, পৃষ্ঠা-৪৪৯)
উক্ত কিতাবের হাশিয়ায় লিখেছেন-
حذراً من كراهة القراءة منكوسة، ولأنّ قراءة سورةً واحدة في الركعتين غير مكروه.
রদ্দুল মুহতার কিতাবে লিখেছেন-
فَإِنْ اُضْطُرَّ بِأَنْ قَرَأَ فِي الْأُولَى {قُلْ أَعُوذُ بِرَبِّ النَّاسِ} الناس: أَعَادَهَا فِي الثَّانِيَةِ إنْ لَمْ يَخْتِمْ نَهْرٌ لِأَنَّ التَّكْرَارَ أَهْوَنُ مِنْ الْقِرَاءَةِ مَنْكُوسًا بَزَّازِيَّةٌ، وَأَمَّا لَوْ خَتَمَ الْقُرْآنَ فِي رَكْعَةٍ فَيَأْتِي قَرِيبًا أَنَّهُ يَقْرَأُ مِنْ الْبَقَرَةِ.
‏(হাশিয়াতু ইবন আবিদীন, ১ম খণ্ড, পৃষ্ঠা-৫৪৬)

ফেইসবুকে আমরা...