1. redwan.iub@gmail.com : admin2021 :
  2. admin@parwana.net : Parwana Net : Parwana Net
  3. editor@parwana.net : Parwana Net : Parwana Net
Logo
জানুয়ারি ২০২৩
রেদওয়ান আহমদ চৌধুরী
  • ৫ জানুয়ারী, ২০২৩

রঈসুল কুররা ওয়াল মুফাসসিরীন, উস্তাযুল মুহাদ্দিসীন, শামসুল উলামা হযরত আল্লামা মুহাম্মদ আব্দুল লতিফ চৌধুরী ফুলতলী ছাহেব (র.) ছিলেন আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের এক উজ্জ্বল নক্ষত্র। ১৯১৩ সালে বর্তমান সিলেট জেলার জকিগঞ্জের ফুলতলীতে ফুলতলীতে জন্মগ্রহণকারী এই মহান ওলীয়ে কামিল শুধু বাংলাদেশেই নয়, বরং বিশ্বের বিভিন্ন প্রান্তে ইসলামের সঠিক শিক্ষার প্রসারে জীবনভর অবিস্মরণীয় ভূমিকা রেখেছেন। বিশুদ্ধ কুরআন তিলাওয়াত শিক্ষাদানে তার প্রতিষ্ঠিত দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট বাংলাদেশ ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশে পবিত্র কুরআন শরীফের বিশুদ্ধ তিলাওয়াতের প্রসারে যেমন ভূমিকা রেখেছেন, তেমনি তার প্রতিষ্ঠিত মসজিদ মাদরাসাসমূহ আজও সমহিমায় দ্বীনের খিতমত করে যাচ্ছে। ২০০৮ সালরে ১৫ই জানুয়ারি ইহলোক ত্যাগ করলেও তার রেখে যাওয়া মানবকল্যাণে নিবেদিত প্রতিটি কার্যক্রম এখনো অসহায় মানুষের আশার প্রতীক হিসেবে বিবেচিত হচ্ছে; তাসাওউফ তথা আত্মশুদ্ধির যে সিলসিলা তিনি প্রতিষ্ঠা করেছিলেন, বাংলাদেশে তথা এই উপমহাদেশেসহ ইউরোপ-আমেরিকার অসংখ্য সালিক আজও সে সিলসিলা থেকে নিজেদের রুহানী খোরাক লাভ করেন।

হাজারো ব্যস্ততা সত্ত্বেও এই মহান ওলী ইসলামী সাহিত্য-সংস্কৃতি সর্ম্পকেও ছিলেন যথেষ্ট সচেতন। নিজে যেমন বহু গ্রন্থ রচনা করেছিলেন, তেমনি ইসলামী সাহিত্যের বিকাশ ও ইসলামের প্রকৃত শিক্ষা জাতির সামনে তুলে ধরতে তাঁরই নির্দেশনায় প্রতিষ্ঠিত হয়েছিল জাতীয় মাসিক পরওয়ানা।

আল্লামা ফুলতলী (র.)’র ইন্তিকালের পর থেকে প্রতি বছর ১৫ জানুয়ারি ফুলতলীতে অনুষ্ঠিত হয় ঈসালে সাওয়াব মাহফিল। এ মাহফিলে আগত মুরীদীন-মুহিব্বীন ও মুসল্লীয়ানে কিরাম আল্লামা ফুলতলী (র.)’র রুহানী ফায়যে লাভের পাশাপাশি হযরত আল্লামা ইমাদ উদ্দীন চৌধুরী বড় ছাহেব (মা.জি. আ)সহ আল্লামা ফুলতলী (র.)’র হাতেগড়া উত্তরসূরীদের নিকট থেকে দিকনির্দেশনা লাভ করনে, বড় ছাহেবের তালীম-তারবিয়াতের মাধ্যমে নিজেদের আত্মিক প্রশান্তি ও আত্মশুদ্ধির সুবর্ণ  সুযোগ পেয়ে থাকেন। এবারের ঈসালে সাওয়াব মাহফিলও যেন আগত সকলের আত্মশুদ্ধি ও আল্লামা ফুলতলী (র.) যে মহান শিক্ষার জন্য সারা জীবন সংগ্রাম করেছিলেন, সেই শিক্ষায়, সেই দীক্ষায় উজ্জীবিত হওয়ার ওসীলা হতে পারে, এই কামনা করছি।

ফেইসবুকে আমরা...