নারী, পুরুষ, শিশু কয়েকজনের জানাযা একত্রে আদায় করলে কিভাবে নিয়ত করতে হবে? জানালে উপকৃত হব।
জবাব: একত্রে নারী, পুরুষ ও শিশুর জানাযা আদায়কালে নিয়তের মধ্যে বাংলা, আরবী সহ যে কোনো ভাষায় সকলের কথা সংক্ষেপে অন্তর্ভুক্ত করে নিয়ত করা যাবে। যেমন বাংলা ভাষায় নিয়ত করলে, “এ সকল মায়্যিতের জানাযা আদায়ের নিয়ত করছি” এবং আরবী ভাষায় নিয়তের বাক্যে এভাবে বলা যাবে,
نويت ان اودى صلاة الجنازة لهولاء الاموات
“নাওয়াইতু আন উআদ্দিয়া সালাতাল জানাযাতি লিহাউলাইল আমওয়াতি” বা অনুরূপ অর্থ প্রকাশক যে কোনো বাক্য ব্যবহার শুদ্ধ হবে।
উল্লেখ্য যে, মুখে নিয়ত উচ্চারণ না করে কেবল অন্তরে নিয়তের বিষয়বস্তু স্মরণ করে নামায আদায় করা শুদ্ধ রয়েছে। তবে নিয়তের মৌখিক উচ্চারণ মুস্তাহাব বা উত্তম।
প্রশ্নকারী: ইয়াহইয়া সুজাত
গোবিন্দগঞ্জ, ছাতক, সুনামগঞ্জ