চার রাকাআত বিশিষ্ট নামাযের চতুর্থ রাকাআতের পর না বসে ভুলবশত দাঁড়িয়ে গেলে করণীয় কি?
প্রশ্নকারী: মুহাম্মদ আবদুল্লাহ
সুনামগঞ্জ
জবাব: এমতাবস্থায় ৫ম রাকাআতের সিজদা করার পূর্বে স্মরণ হলে সঙ্গে সঙ্গে বসে যাবে এবং তাশাহ্হুদ পড়ে ডান দিকে সালাম ফিরিয়ে সাহু সিজদাহ করবে এবং পুনরায় তাশাহহুদ, দরূদ ও দুআ মাসূরা পড়ে সালাম ফিরিয়ে নামায শেষ করবে। আর ৫ম রাকাআতের সিজদা করে ফেললে ফরয নামায বাতিল হয়ে তা নফল নামাযে স্থানান্তরিত হবে। কেননা এর দ্বারা চতুর্থ রাকাআতের বৈঠক সংশোধনের কোনো সম্ভাবনা আর অবশিষ্ট নেই, যা ফরয ছিল। তাই এমতাবস্থায় ৫ম রাকাআত পূর্ণ করে আরো এক রাকআতসহ মোট ৬ রাকাআত পড়ে সালাম ফিরিয়ে নামায শেষ করবে। উক্ত নামাযের সকল রাকাআত নফল হিসেবে পরিগণিত হবে। এমতাবস্থায় নির্ভরযোগ্য অভিমত অনুযায়ী সাহু সিজদাহ লাগবে না। আর মূল চার রাকাআত ফরয নামায পুনরায় দোহরাতে হবে। (মুখতাছারুল কুদুরী, ১/৩৪; আল লুবাব, ১/৯৭; আল জাওহারাতুন নায়্যিরাহ, ১/৭৮; কানজুদ্দাকাইক, ১/১৮৩; তাবয়ীনুল হাক্বাইক, ১/১৯৬; আল ইনায়াহ শরহুল হিদায়াহ, ১/৫০৮; আল বিনায়াহ, ২/৬১৯)
জবাবদাতা: প্রিন্সিপাল ও খতীব, আল ইসলাহ ইসলামিক সেন্টার
মিশিগান, যুক্তরাষ্ট্র