প্রশ্ন: মোবাইল অ্যাপসের মাধ্যমে কুরআন শরীফ তিলাওয়াতের হুকুম কি?
হাবিবুর রহমান
ভাটেরা, কুলাউড়া, মৌলভীবাজার
জবাব দিচ্ছেন: মাওলানা আবূ নছর মোহাম্মদ কুতুবুজ্জামান তাফাদার
জবাব: মোবাইল ফোন তথা স্মার্ট ফোনের অ্যাপসের মাধ্যমে কুরআন শরীফ তিলাওয়াত করা জায়িয। এতে সাওয়াব পাওয়া যাবে। আর ফোনের স্ক্রীনে কুরআন শরীফের অ্যাপস খোলা থাকা অবস্থায় বিনা উযূতে উক্ত স্ক্রীনে হাত লাগানো অনুচিত। যেহেতু তা আদব ও সতর্কতা পরিপন্থি। স্ক্রীন ব্যতীত ডিভাইসের অন্য স্থানে হাত লাগানো জায়িয। অনুরূপ এমন পুরুষ কিংবা নারী যার উপর গোসল ফরয, কিংবা কোনো নারীর হায়িয বা নিফাসকালীন সময়ে কুরআন শরীফের অ্যাপস ওপেন করা কিংবা অ্যাপস ওপেন অবস্থায় উক্ত ডিভাইস স্পর্শ করা অনুচিত। কোন ডিভাইসে আ্যাপস ইনস্টল রয়েছে কিন্তু ওপেন নয় এমতাবস্থায় উক্ত ডিভাইস উযূবিহীন কেউ স্পর্শ করতে কিংবা সাথে রাখতে কোন অসুবিধা নেই। যাদের উপর গোসল ফরয কিংবা হায়িয বা নিফাসকালীন সময়ে কোন নারী সঙ্গে রাখা উক্ত ডিভাইস (অ্যাপস ওপেন নয় এমতাবস্থায়) ব্যবহার করা জায়িয।