আহলে বায়তের নামে ৫টি মোমবাতি জ্বালিয়ে সম্মান করা সম্পর্কে শরীআতে কোন নির্দেশনা আছে কি?
প্রশ্নকারী: মোহাম্মদ আব্দুল জলিল
সুনামগঞ্জ সদর, সুনামগঞ্জ
মোমবাতি জ্বালিয়ে কাউকে সম্মান করার কোনো বিধান ইসলামে নেই। ইহা বিজাতীয় সংস্কৃতির আওতাভুক্ত অনর্থক কাজ। চাই সেটা আহলে বায়ত কিংবা অন্য যে কোন ব্যক্তির ক্ষেত্রে হোক তা সর্বাবস্থায় বর্জনীয়।
জবাবদাতা: প্রিন্সিপাল ও খতীব, আল ইসলাহ ইসলামিক সেন্টার
মিশিগান, যুক্তরাষ্ট্র