1. redwan.iub@gmail.com : admin2021 :
  2. admin@parwana.net : Parwana Net : Parwana Net
  3. editor@parwana.net : Parwana Net : Parwana Net
Logo
মুসলমান সাব্যস্ত হওয়ার বিষয়ে সন্দেহযুক্ত মৃত ব্যক্তির জন্য দুআ প্রসঙ্গ
জবাব দিচ্ছেন: মাওলানা আবূ নছর মোহাম্মদ কুতুবুজ্জামান তাফাদার
  • ৪ মে, ২০২১

আমার পরিচিত একজন লোক খ্রিষ্টান থেকে মুসলমান হয়েছেন বলে প্রত্যক্ষদর্শী তার ভাই ও বন্ধু সাক্ষ্য দিয়েছেন। কিন্তু তিনি প্রকাশ্যে নিজের পক্ষ থেকে মুসলমান হওয়ার ঘোষণা দেওয়ার পূর্বে মৃত্যুবরণ করেছেন এবং তার পরিবারের প্রভাবশালী ব্যক্তিবর্গ খ্রিষ্টান থাকায় তারা খ্রিষ্টধর্মের রীতি অনুযায়ী শেষকৃত্য সম্পাদন করেছেন। প্রশ্ন হলো, উক্ত লোককে মুসলমান মনে করে তার জন্য মাগফিরাতের দুআ বা ঈসালে সাওয়াব করা যাবে কী?

প্রশ্নকারী: সৈয়দ বাকী বিল্লাহ জালালী 
মনরাজ, পৃথিমপাশা, কুলাউড়া, মৌলভীবাজার

জবাব: উক্ত ব্যক্তির মুসলমান হিসেবে পরিগণিত হওয়ার বিষয়টি যদি কারো কাছে স্পষ্টরূপে ও সন্দেহাতীতভাবে সাব্যস্ত হয়ে থাকে তাহলে কেবল তার পক্ষে ঐ ব্যক্তির জন্য মাগফিরাতের দুআ কিংবা কোনো নেক কাজের সাওয়াব তার রূহের উপর পৌঁছাতে কোনো বাঁধা নেই। আর যদি মুসলমান সাব্যস্ত হওয়ার বিষয় সন্দেহযুক্ত থেকে যায় তবে এরূপ না করাই উচিত।

(সূরা তাওবাহ, আয়াত-১১৩ ও ১১৪)

জবাবদাতা: প্রিন্সিপাল ও খতীব, আল ইসলাহ ইসলামিক সেন্টার
মিশিগান, যুক্তরাষ্ট্র

ফেইসবুকে আমরা...