তাকবীরে তাহরীমা বলার সময় হাত কখন উঠানো উত্তম এবং কতটুকু পর্যন্ত হাত উঠাবেন কান বরাবর নাকি কাঁধ বরাবর?
প্রশ্নকারী: মারজান আহমদ
ছাতক, সুনামগঞ্জ
জবাব: তাকবীরে তাহরীমার সময় হাত উঠানো সম্পর্কে হানাফী ফকীহগণের অধিক নির্ভরযোগ্য অভিমত হচ্ছে তাকবীর বলার পূর্বে হাত উঠিয়ে নেওয়া, তাকবীর বলা শুরু করতে হাত বাঁধার জন্য নামাতে শুরু করা এবং তাকবীর শেষ করার সঙ্গে সঙ্গে হাত বেঁধে ফেলা। পুরুষ ও ক্রীতদাসীদের জন্য হাত কান বরাবর উঠানো এবং স্বাধীন নারীদের জন্য হাত কাঁধ বরাবর উঠানো সুন্নাত। এটিই হানাফী ফকীহগণের নির্ভরযোগ্য অভিমত। (আল মাবসূত, ১ম খণ্ড, পৃষ্ঠা ১১, আল মুহিতুল বুরহানী, ১ম খণ্ড, পৃষ্ঠা ১৯০, মারাকিল ফালাহ, ১ম খণ্ড, পৃষ্ঠা ৯৬)
জবাবদাতা: প্রিন্সিপাল ও খতীব, আল ইসলাহ ইসলামিক সেন্টার
মিশিগান, যুক্তরাষ্ট্র