এক চোখ অন্ধ লোকের পিছনে ইকফতদা করা যাবে কী?
প্রশ্নকারী: শেখ আব্দুল মুমিন
ঘড়গাও, পৃথিমপাশা, কুলাউড়া, মৌলভীবাজার
জবাব: এক চোখ অন্ধ ব্যক্তি যদি কিবলাহ নিজে চিনতে পারে এবং অন্যের সাহায্য ব্যতীত নাপাকী থেকে পবিত্রতা অর্জন করতে পারে তাহলে তার পিছনে নামাযের ইকতিদা করতে শরীআতে কোনো বাঁধা নেই। এমনকি তার পিছনে ইকতিদা মাকরূহের পর্যায়েও পড়ে না। (মাজমাউল আনহুর: ১ম খণ্ড, ১০৮ পৃষ্ঠা; রদ্দুল মুহতার: ১ম খণ্ড, ৫৬০ পৃষ্ঠা)
জবাবদাতা: প্রিন্সিপাল ও খতীব, আল ইসলাহ ইসলামিক সেন্টার
মিশিগান, যুক্তরাষ্ট্র