Logo
প্রশ্ন: চেয়ারে বসে নামাযের বিধান এবং ইশারায় সিজদার নিয়ম জানতে চাই।
জবাব দিচ্ছেন: মাওলানা আবু নছর মোহাম্মদ কুতুবুজ্জামান তাফাদার
  • ৬ ফেব্রুয়ারী, ২০২৩

মেঝেতে বসে রুকু ও সিজদা যথার্থ নিয়মে আদায়ে যারা সক্ষম তাদের জন্য ফরয বা ওয়াজিব নামায চেয়ারে বসে আদায় করা জায়িয নয়। যদি কেউ মেঝেতে বসতে মোটেও সক্ষম না হন তাহলে তার পক্ষে চেয়ারে বসে নামায আদায় জায়িয। বিনা ওজরে নফল নামায চেয়ারে বসে আদায় করা জায়িয হলেও অনুত্তম।
যারা যথাযথ নিয়মে রুকু ও সিজদাহ আদায় করতে অক্ষম তাদের জন্য ইশারায় রুকু ও সিজদা আদায় করা জায়িয। ইশারায় রুকু ও সিজদা আদায় করার ক্ষেত্রে রুকুর চেয়ে সিজদায় তুলনামূলক অধিক অবনত হওয়া বাঞ্চনীয়। আর সিজদার জন্য কোনো জিনিস মুখমণ্ডলের দিকে উঠানো যাবে না। এ সর্ম্পকে মুখতাসারুল কুদুরী কিতাবে লিখেছেন:

فإن لم يستطع الركوع والسجود أومأ إيماء برأسه وجعل السجود أخفض من الركوع ولا يرفع إلى وجهه شيئا يسجد عليه

(পরিচ্ছেদ : باب صلاة المريض)

আশিকুর রহমান
হযরত শাহজালাল দারুচ্ছুন্নাহ ইয়াকুবিয়া কামিল মাদরাসা, সিলেট।

প্রশ্ন: শিক্ষার্থীরা উচ্চশিক্ষা গ্রহণের সময় ইংরেজি ভাষায় দক্ষতা ও গবেষণায় অভিজ্ঞতার অভাবে অনেক ক্ষেত্রে থিসিস ও অ্যাসাইনমেন্ট সম্পন্ন করতে সমস্যায় পড়েন। বিশেষ করে বিদেশে অধ্যয়নরত অনেক শিক্ষার্থী, যেমন—বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের শিক্ষার্থীরা, পড়াশোনার পাশাপাশি আয়-রোজগারে ব্যস্ত থাকার কারণে নিজেরা এই কাজগুলো যথাযথভাবে করতে পারেন না। ফলে তারা নির্দিষ্ট অর্থের বিনিময়ে কিছু এজেন্সি বা ব্যক্তির সহায়তা নেন, যারা তাদের হয়ে থিসিস বা অ্যাসাইনমেন্ট লিখে দেয়। এক্ষেত্রে ইসলামিক দৃষ্টিকোণ থেকে জানতে চাই: ১. এভাবে অ্যাসাইনমেন্ট বা থিসিস করিয়ে নেওয়া একজন শিক্ষার্থীর জন্য কতটুকু ন্যায়সঙ্গত? ২. টাকার বিনিময়ে অন্যের হয়ে থিসিস বা অ্যাসাইনমেন্ট লেখা কি ইসলামে বৈধ? ৩. এটি কি হারাম উপার্জনের অন্তর্ভুক্ত হবে?
ফেইসবুকে আমরা...