হাবীবে খোদার শান্তির নীড় মদীনার খেজুর বাগানের নয়নাভিরাম দৃশ্য ভাবুক দর্শকের হৃদয়ে অতীত জিজ্ঞাসার সৃষ্টি করে। খেজুর বাগানের সাথে জড়িত আছে পবিত্র মদীনার অগণিত সুখ-দুঃখের কাহিনী।
হযরত ইবন আব্বাস (রা.) থেকে বর্ণিত আছে (মদীনা শরীফে) এক ব্যক্তির বাড়িতে বহু খেজুর গাছ ছিল। তার একটি খেজুর গাছের কয়েকটি শাখা প্রতিবেশীর বাড়ির উপর হেলে পড়েছিল। যার বাড়ির উপর গাছটি হেলে পড়েছিল যারপর নাই তিনি ছিলেন গরীব। তার সন্তান-সন্ততি ছিল অনেক।
খেজুর পাড়ার জন্য গাছটির মালিক যখন গাছে আরোহন করতো তখন দু’একটি খেজুর গরীব প্রতিবেশীর আঙিনায় পড়ত। গরীব বেচারার ছেলেমেয়েরা খেজুরগুলো হাতে তুলে নিত। গাছের মালিক গাছ থেকে নেমে এসে বাচ্চাদের হাত থেকে খেজুরগুলো ছিনিয়ে নিত। এমনকি খেজুর মুখে দিলে মুখে আঙ্গুল ঢুকিয়ে সেগুলো বের করে নিত।
অবশেষে গরীব বেচারা তার দুঃখপূর্ণ অভিযোগ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পেশ করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গাছের মালিকের সাথে দেখা করে বললেন, ‘তোমার যে খেজুর বৃক্ষটি অমুকের বাড়ির উপর হেলে পড়েছে, তা আমাকে দান করে দাও। তার পরিবর্তে বেহেশতে তোমাকে একটি খেজুর গাছ দান করা হবে।’ বৃক্ষের মালিক উত্তর দিল, ‘নিশ্চয় আমি দিতাম, কিন্তু গাছটির ফল আমার কাছে খুবই প্রিয়। আমার বহু খেজুর গাছ রয়েছে সত্য, কিন্তু এ গাছের ফল আমার কাছে সর্বাপেক্ষা প্রিয়।’ উত্তর শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যাবর্তন করলেন। জনৈক সাহাবী আলোচনা চলাকালে উপস্থিত ছিলেন, তিনিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করলেন। তিনি নিবেদন করলেন, ইয়া রাসূলাল্লাহ! যদি আমি বৃক্ষটির মালিক হই এবং আপনাকে দান করি তবে জান্নাতের খেজুর বৃক্ষটি কি আমি পাবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, হ্যাঁ। সাহাবী তখন খেজুর গাছের মালিকের কাছে গিয়ে বললেন, গাছটি আমাকে দাও। গাছের মালিক উত্তর দিলেন, তুমি জানো গাছটির বদলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে জান্নাতের একটি গাছ দিতে চেয়েছিলেন। আমি উত্তর দিয়েছি গাছটি নিশ্চয় দিতাম কিন্তু গাছটির ফল আমার অতি প্রিয়।
তারপর সাহাবী বললেন, গাছটি আমার কাছে বিক্রি করো। বৃক্ষের মালিক উত্তর দিলেন, না। কারণ বিনিময়ে আমি যা চাইব তা তুমি দিতে পারবে না।
সাহাবী তখন গাছটির মূল্য জানতে চাইলেন। বৃক্ষের মালিক উত্তর দিলেন, আমাকে একটি গাছের বদলে চল্লিশটি গাছ দিতে হবে। সাহাবী বললেন, একটি গাছের বদলে চল্লিশটি গাছ! তারপর কিছুক্ষণ নীরব থেকে উত্তর দিলেন, তাই হবে। আমি একটি গাছের পরিবর্তে চল্লিশটি গাছ প্রদান করব। সাক্ষীস্থলে লোক আহŸান করো। সাক্ষীগণ উপস্থিত হলে সাহাবী বললেন, আমি এই ব্যক্তির যে খেজুর গাছটি অমুকের বাড়ির উপর হেলে পড়েছে তা আমার চল্লিশটি গাছের বিনিময়ে গ্রহণ করলাম। কথা পাকাপাকি হওয়ার পর বৃক্ষের মালিক বলল, চল্লিশটি গাছ এক জায়গায় হওয়া চাই। সাহাবী বললেন, তাই হবে। তারপর সাক্ষীগণ বিনিময় কার্য সম্পন্ন করলেন।
সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হয়ে বললেন, ইয়া রাসূলাল্লাহ! অমুকের বাড়ির উপর হেলে পড়া খেজুর গাছটি এখন আমার। গাছটি গ্রহণ করুন।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ঐ গরীবের বাড়িতে গিয়ে বললেন, খেজুর গাছটি এখন তোমার ও তোমার পরিবারবর্গের।