1. redwan.iub@gmail.com : admin2021 :
  2. admin@parwana.net : Parwana Net : Parwana Net
  3. editor@parwana.net : Parwana Net : Parwana Net
Logo
মানব জাতির চন্দ্রে গমনের ইতিহাস কি সত্য? চন্দ্রে গমনের সম্ভবপরতা কি কুরআন হাদীস স্বীকৃত?
জবাব দিচ্ছেন: মাওলানা আবূ নছর মোহাম্মদ কুতুবুজ্জামান তাফাদার
  • ৩০ এপ্রিল, ২০২২

প্রশ্নকারী: হাফিয বিলাল আহমদ
সাদাপুর, রাজনগর, মৌলভীবাজার

প্রশ্ন: মানব জাতির চন্দ্রে গমনের ইতিহাস কি সত্য? চন্দ্রে গমনের সম্ভবপরতা কি কুরআন হাদীস স্বীকৃত?
জবাব: মানব জাতির চন্দ্রে গমনের সম্ভাব্যতা ও সত্যতার পিছনে বহু বিতর্ক রয়েছে। পবিত্র কুরআন মাজীদ কিংবা হাদীস শরীফে বৈজ্ঞানিকদের চন্দ্রে গমনের সত্যতার বিষয়ে সুনির্দিষ্ট ও সুস্পষ্ট কোনো বর্ণনা পাওয়া যায় না। এ ব্যাপারে যে বিষয়টি বিবেচনায় নেয়া হয়ে থাকে, তা হচ্ছে-সর্বকালের শ্রেষ্ঠ মানব বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বশরীরে মিরাজ বা উর্ধ্বগমনের সত্যতার বিষয় যা পবিত্র কুরআন মাজীদের আয়াত ও হাদীস শরীফের বহু বর্ণনা দ্বারা প্রমাণিত। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মি’রাজ ছিল নবী হিসেবে বিশেষ মুজিযাস্বরূপ, যা সাধারণ মানুষের কোনো কিছুর সাথে তুলনার উর্ধ্বে। তাই বৈজ্ঞানিকদের চন্দ্রে গমনের বিষয় ধর্মীয় দিক থেকে দলীলবিহীন অনুমোদনের সুযোগ নেই।

 

জবাবদাতা: প্রিন্সিপাল ও খতীব, আল ইসলাহ ইসলামিক সেন্টার , মিশিগান, যুক্তরাষ্ট্র

ফেইসবুকে আমরা...